নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত সাত বছরের শিশু আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে আরাধ্যকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এর আগে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন।
তিনি বলেন, শিশুটির অবস্থা অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসকেরা জানান, শিশু আরাধ্যের মাথায় আঘাত লেগেছে। শরীরের অন্যান্য স্থানেও জখম হয়েছে। মাঝেমধ্যে তার জ্ঞান ফিরলেও অবস্থা এখনো আশঙ্কাজনক। ঢাকার স্কয়ার হাসপাতালের মালিক আরাধ্যের চিকিৎসা ব্যয়ভার বহন করছেন।
এর আগে ২ এপ্রিল সকাল ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী বাস ও কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ও হাসপাতালে মারা যান ১০ জন। এই ঘটনায় শিশু আরাধ্যসহ আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই চমেক হাসপাতালে আনা হয়।
আজ ১৮ বছর বয়সী তরুণী তাসনিয়া ইসলাম প্রেমা নামে আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ওই দুর্ঘটনায় শিশু আরাধ্য ও আজ মারা যাওয়া প্রেমা দুজনই পরিবারের সব সদস্যকে হারিয়েছেন।
দুর্ঘটনায় দুটি পরিবারের সব সদস্যই অকালে মৃত্যুবরণ করায় শোকে বাকরুদ্ধ চট্টগ্রামবাসী।
পুলিশ জানায়, নিহতরা ঈদের ছুটিতে দুটি মাইক্রোবাসে করে কক্সবাজার ভ্রমণের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত সাত বছরের শিশু আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে আরাধ্যকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এর আগে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন।
তিনি বলেন, শিশুটির অবস্থা অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসকেরা জানান, শিশু আরাধ্যের মাথায় আঘাত লেগেছে। শরীরের অন্যান্য স্থানেও জখম হয়েছে। মাঝেমধ্যে তার জ্ঞান ফিরলেও অবস্থা এখনো আশঙ্কাজনক। ঢাকার স্কয়ার হাসপাতালের মালিক আরাধ্যের চিকিৎসা ব্যয়ভার বহন করছেন।
এর আগে ২ এপ্রিল সকাল ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী বাস ও কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ও হাসপাতালে মারা যান ১০ জন। এই ঘটনায় শিশু আরাধ্যসহ আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই চমেক হাসপাতালে আনা হয়।
আজ ১৮ বছর বয়সী তরুণী তাসনিয়া ইসলাম প্রেমা নামে আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ওই দুর্ঘটনায় শিশু আরাধ্য ও আজ মারা যাওয়া প্রেমা দুজনই পরিবারের সব সদস্যকে হারিয়েছেন।
দুর্ঘটনায় দুটি পরিবারের সব সদস্যই অকালে মৃত্যুবরণ করায় শোকে বাকরুদ্ধ চট্টগ্রামবাসী।
পুলিশ জানায়, নিহতরা ঈদের ছুটিতে দুটি মাইক্রোবাসে করে কক্সবাজার ভ্রমণের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২২ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৯ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে