নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত সাত বছরের শিশু আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে আরাধ্যকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এর আগে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন।
তিনি বলেন, শিশুটির অবস্থা অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসকেরা জানান, শিশু আরাধ্যের মাথায় আঘাত লেগেছে। শরীরের অন্যান্য স্থানেও জখম হয়েছে। মাঝেমধ্যে তার জ্ঞান ফিরলেও অবস্থা এখনো আশঙ্কাজনক। ঢাকার স্কয়ার হাসপাতালের মালিক আরাধ্যের চিকিৎসা ব্যয়ভার বহন করছেন।
এর আগে ২ এপ্রিল সকাল ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী বাস ও কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ও হাসপাতালে মারা যান ১০ জন। এই ঘটনায় শিশু আরাধ্যসহ আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই চমেক হাসপাতালে আনা হয়।
আজ ১৮ বছর বয়সী তরুণী তাসনিয়া ইসলাম প্রেমা নামে আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ওই দুর্ঘটনায় শিশু আরাধ্য ও আজ মারা যাওয়া প্রেমা দুজনই পরিবারের সব সদস্যকে হারিয়েছেন।
দুর্ঘটনায় দুটি পরিবারের সব সদস্যই অকালে মৃত্যুবরণ করায় শোকে বাকরুদ্ধ চট্টগ্রামবাসী।
পুলিশ জানায়, নিহতরা ঈদের ছুটিতে দুটি মাইক্রোবাসে করে কক্সবাজার ভ্রমণের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত সাত বছরের শিশু আরাধ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে করে আরাধ্যকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এর আগে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন।
তিনি বলেন, শিশুটির অবস্থা অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
চিকিৎসকেরা জানান, শিশু আরাধ্যের মাথায় আঘাত লেগেছে। শরীরের অন্যান্য স্থানেও জখম হয়েছে। মাঝেমধ্যে তার জ্ঞান ফিরলেও অবস্থা এখনো আশঙ্কাজনক। ঢাকার স্কয়ার হাসপাতালের মালিক আরাধ্যের চিকিৎসা ব্যয়ভার বহন করছেন।
এর আগে ২ এপ্রিল সকাল ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী বাস ও কক্সবাজারমুখী মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ও হাসপাতালে মারা যান ১০ জন। এই ঘটনায় শিশু আরাধ্যসহ আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই চমেক হাসপাতালে আনা হয়।
আজ ১৮ বছর বয়সী তরুণী তাসনিয়া ইসলাম প্রেমা নামে আহতদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ওই দুর্ঘটনায় শিশু আরাধ্য ও আজ মারা যাওয়া প্রেমা দুজনই পরিবারের সব সদস্যকে হারিয়েছেন।
দুর্ঘটনায় দুটি পরিবারের সব সদস্যই অকালে মৃত্যুবরণ করায় শোকে বাকরুদ্ধ চট্টগ্রামবাসী।
পুলিশ জানায়, নিহতরা ঈদের ছুটিতে দুটি মাইক্রোবাসে করে কক্সবাজার ভ্রমণের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
৫ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
১২ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১৬ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৪২ মিনিট আগে