Ajker Patrika

ফেনীতে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা

ফেনী প্রতিনিধি
ফেনীতে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের প্রেসক্লাব সংলগ্ন খাজা আহম্মদ সড়কে কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়। 

সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার দিকে কর্মসূচির অংশ হিসেবে মোমবাতি প্রজ্বলন করতে শিক্ষার্থীরা শহরের বড় বাজার থেকে প্রেসক্লাবের সামনে আসতে চান। এ সময় খাজা আহম্মদ সড়কের মুখে আসলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। সেখানে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মুশফিকুর রহমানের সঙ্গে জেরা করেন তারা। 

পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে আসলে তার কাছেও প্রেসক্লাবের সামনে গিয়ে কর্মসূচি পালনের সুযোগ দিতে অনুরোধ জানান শিক্ষার্থীরা। একপর্যায়ে বাধার মুখে কর্মসূচি পালন না করেই ফিরে যান তারা। 

শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের বাধা।  ছবি: আজকের পত্রিকাএ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বলেন, আমাদের বাধা দেবেন না, প্লিজ। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছি। কোনো ধরনের বিশৃঙ্খলা করতে আসিনি। আমরা সকলের অধিকার নিয়ে কথা বলতে এসেছি। আপনাদের (পুলিশের) সন্তানদের অধিকার নিয়েও কথা বলছি। আমাদের আটকালে পুরো দেশ থমকে যাবে। 

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মুশফিকুর রহমান বলেন, কয়েকজন শিক্ষার্থী প্রেসক্লাবের পাশে মোমবাতি জ্বালিয়ে জড়ো হওয়ার চেষ্টা করে। হঠাৎ বৃষ্টি নামলে ওরা নিজেরাই স্থান ছেড়ে চলে যায়। এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত