নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া জামালপুর অভিমুখী বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। একটি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। বাকিগুলো ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে।
আজ রোববার দুপুর ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলওয়ে স্টেশনের আগে ঢালুয়া ইউনিয়নের তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ওই ট্রেনের ১৪টি বগির মধ্যে ৯টি বগি উল্টে গেছে। এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে, দুটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার কার্যক্রম চালায়। সন্ধ্যা ৭টার দিকে একটি রেললাইন ক্লিয়ার করার পর চট্টগ্রাম থেকে সোনার বাংলা, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ও মেঘনা এক্সপ্রেস ট্রেন সাড়ে ৭টায় ছেড়ে যায়। একই সঙ্গে ঢাকাগামী ৭০৩ মহানগর গোধূলি এক্সপ্রেস এবং ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ৭৪২ তূর্ণা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে ৷ এই সব ট্রেনের টাকাও যাত্রীদের ফেরত দিয়েছে রেলওয়ে।
তবে এখনো দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা যায়নি। ওই রুটে একটি লাইন ক্লিয়ার করে ট্রেনগুলো চালানো হচ্ছে। ছেড়ে যাওয়া ট্রেনগুলো ধীর গতিতে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে চট্টগ্রাম থেকে যাওয়া ট্রেনগুলো নির্ধারিত ৬ ঘণ্টার চেয়ে বেশি সময়ে ঢাকায় পৌঁছবে।
রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি রাত ১১ টায়ও উদ্ধার করা যায়নি। আমরা ডাবল লাইনের মধ্যে একটি লাইন ক্লিয়ার করেছি। ওই লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেছি।
দুর্ঘটনার ফলে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষায় থাকা শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। অনেকে বিকল্প উপায়ে ঢাকায় গেছেন।
উল্লেখ্য, বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম-জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বাড়ানোর আগে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলছিল।
চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া জামালপুর অভিমুখী বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। একটি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। বাকিগুলো ২ থেকে ৩ ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে।
আজ রোববার দুপুর ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলওয়ে স্টেশনের আগে ঢালুয়া ইউনিয়নের তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ওই ট্রেনের ১৪টি বগির মধ্যে ৯টি বগি উল্টে গেছে। এই ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে, দুটি উদ্ধারকারী ট্রেন উদ্ধার কার্যক্রম চালায়। সন্ধ্যা ৭টার দিকে একটি রেললাইন ক্লিয়ার করার পর চট্টগ্রাম থেকে সোনার বাংলা, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ও মেঘনা এক্সপ্রেস ট্রেন সাড়ে ৭টায় ছেড়ে যায়। একই সঙ্গে ঢাকাগামী ৭০৩ মহানগর গোধূলি এক্সপ্রেস এবং ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ৭৪২ তূর্ণা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে ৷ এই সব ট্রেনের টাকাও যাত্রীদের ফেরত দিয়েছে রেলওয়ে।
তবে এখনো দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা যায়নি। ওই রুটে একটি লাইন ক্লিয়ার করে ট্রেনগুলো চালানো হচ্ছে। ছেড়ে যাওয়া ট্রেনগুলো ধীর গতিতে চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে চট্টগ্রাম থেকে যাওয়া ট্রেনগুলো নির্ধারিত ৬ ঘণ্টার চেয়ে বেশি সময়ে ঢাকায় পৌঁছবে।
রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি রাত ১১ টায়ও উদ্ধার করা যায়নি। আমরা ডাবল লাইনের মধ্যে একটি লাইন ক্লিয়ার করেছি। ওই লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করেছি।
দুর্ঘটনার ফলে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষায় থাকা শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। অনেকে বিকল্প উপায়ে ঢাকায় গেছেন।
উল্লেখ্য, বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম-জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বাড়ানোর আগে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলছিল।
জুলাই গণঅভ্যুত্থানে আহত সেই সানজিদা আহমেদ তন্বীসহ গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকে লড়বে ১১ জন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের তথ্য যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
১ ঘণ্টা আগেপটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে।
১ ঘণ্টা আগেপাহাড় ও বনের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। তবে এ অঞ্চলের বনভূমির চিত্র আর আগের মতো নেই। একসময়ের বিশাল বনভূমি এখন অনেকটাই উজাড় হয়ে গেছে। বনের মূল্যবান গাছের অধিকাংশই শেষ পর্যন্ত ঠাঁই নিয়েছে করাতকলে।
২ ঘণ্টা আগেখুলনার নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়েছে দ্বিগুণ এবং দফায় দফায় সময় বাড়ানো হয়েছে আটবার। কিন্তু এর নির্মাণকাজ গত ৯ বছরেও শেষ হয়নি। কাজ চলছে ধীরগতিতে। মাটি ভরাট বাকি থাকাসহ কিছু ভবন অসম্পূর্ণ রয়েছে। ফলে গত মে এবং পরে জুলাই মাসে সময় নির্ধারণ করা হলেও গণপূর্ত বিভাগ কারাগারটি...
২ ঘণ্টা আগে