কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পকেটমার বলে মামলার বাদীকে পিটিয়ে গুরুতর জখম করেছে আসামিরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদালত চত্বরে এ ঘটনা ঘটে। মারধরে গুরুতর আহত সুমন মিয়াকে (২২) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়ে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে রেফার্ড করেছেন।
আহত সুমন মিয়া হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন হোমনার শ্রীমদ্দি এলাকার গনি মিয়ার ছেলে আবদুল মতিন (৫৬) ও আবদুল খালেক সাদ্দাম হোসেন (২৯)। জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে তাঁদের মধ্যে এর আগেও দ্বন্দ্ব ছিল।
আহত সুমনের বড় বোন ইয়াসমিন আরা জানান, গত ১৫ জানুয়ারি জমি-সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় তাঁদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সুমন। এই ঘটনার জেরে ১৫ ফেব্রুয়ারি সুমনের বাবা দৌলত মিয়াকে আবারও পেটায় আসামিপক্ষ। এ ঘটনায় উভয় পক্ষ আবারও থানায় অভিযোগ দায়ের করে। এসব মামলার বিষয়ে খোঁজ নিতে আজ রোববার আসামিরা আদালতে আসেন। তখন বাদী সুমন ও তাঁর বোন ইয়াসমিন আদালতে প্রবেশ করলে সুমনকে পকেটমার বলে মারধর শুরু করে আসামিপক্ষের লোকজন।
তখন সুমন অচেতন হয়ে পড়েন। উপস্থিত লোকজন প্রথমে পকেটমার মনে করলেও পরে বিষয়টি বুঝতে পেরে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কুমিল্লা কোতোয়ালি থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন জানান, আদালতে সাধারণ মানুষের হাতে আটক মতিন ও সাদ্দামকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। আহত সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম বলেন, সুমনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রেফার্ড করা হয়েছে।
কুমিল্লা আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ জানান, এ ঘটনায়ও বাদী চাইলে আলাদা মামলা করতে পারে। যারা সুমনকে মেরেছে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
কুমিল্লায় পকেটমার বলে মামলার বাদীকে পিটিয়ে গুরুতর জখম করেছে আসামিরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদালত চত্বরে এ ঘটনা ঘটে। মারধরে গুরুতর আহত সুমন মিয়াকে (২২) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়ে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে রেফার্ড করেছেন।
আহত সুমন মিয়া হোমনা উপজেলার শ্রীমদ্দি এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন হোমনার শ্রীমদ্দি এলাকার গনি মিয়ার ছেলে আবদুল মতিন (৫৬) ও আবদুল খালেক সাদ্দাম হোসেন (২৯)। জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে তাঁদের মধ্যে এর আগেও দ্বন্দ্ব ছিল।
আহত সুমনের বড় বোন ইয়াসমিন আরা জানান, গত ১৫ জানুয়ারি জমি-সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় তাঁদের প্রতিবেশী মতিন মিয়া ও সাদ্দাম হোসেনের বাবা খালেক মিয়াসহ ২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সুমন। এই ঘটনার জেরে ১৫ ফেব্রুয়ারি সুমনের বাবা দৌলত মিয়াকে আবারও পেটায় আসামিপক্ষ। এ ঘটনায় উভয় পক্ষ আবারও থানায় অভিযোগ দায়ের করে। এসব মামলার বিষয়ে খোঁজ নিতে আজ রোববার আসামিরা আদালতে আসেন। তখন বাদী সুমন ও তাঁর বোন ইয়াসমিন আদালতে প্রবেশ করলে সুমনকে পকেটমার বলে মারধর শুরু করে আসামিপক্ষের লোকজন।
তখন সুমন অচেতন হয়ে পড়েন। উপস্থিত লোকজন প্রথমে পকেটমার মনে করলেও পরে বিষয়টি বুঝতে পেরে সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
কুমিল্লা কোতোয়ালি থানার উপপরিদর্শক সালাহ উদ্দিন জানান, আদালতে সাধারণ মানুষের হাতে আটক মতিন ও সাদ্দামকে কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে। আহত সুমনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সহকারী রেজিস্ট্রার গাজী আরিফুল ইসলাম বলেন, সুমনের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউতে রেফার্ড করা হয়েছে।
কুমিল্লা আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ জানান, এ ঘটনায়ও বাদী চাইলে আলাদা মামলা করতে পারে। যারা সুমনকে মেরেছে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
১৪ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
২৯ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
১ ঘণ্টা আগে