Ajker Patrika

আনোয়ারায় ইউপি চেয়ারম্যানের ভাতিজাকে কোপাল দুর্বৃত্তরা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আনোয়ারায় ইউপি চেয়ারম্যানের ভাতিজাকে কোপাল দুর্বৃত্তরা

চট্টগ্রামের আনোয়ারার জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছের ভাতিজা জিসান উদ্দিনকে (১৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে জুঁইদণ্ডী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত জিসান বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সময় জিসানের সঙ্গে থাকা নীরব হোসেন বলেন, ‘ইফতারের পর জিসানসহ বাড়ি থেকে চৌমুহনী বাজারে যাওয়ার পথে পাঁচ-ছয়জন লোক আমাদের পথরোধ করে। হঠাৎ তারা জিসানকে ধারালো দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় দুজন আমার মুখ চেপে ধরে। তারা চলে গেলে আমি চিৎকার করলে লোকজন এসে আমাদের উদ্ধার করে। জিসানকে মারাত্মক আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ বলেন, ‘পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন আমার ভাতিজার ওপর হামলা করেছে। জিসানের অবস্থা খারাপ। আমরা আইনগত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন আহমেদ বলেন, জুঁইদণ্ডীতে এক কলেজ শিক্ষার্থীর ওপর হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত