Ajker Patrika

‘অন্তর্বর্তী সরকারের অধীন নিরপেক্ষ নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩১ মে ২০২৫, ২১: ৫৩
সিপিবির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
সিপিবির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম। তিনি বলেন, ‘অলরেডি আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আপনার আওতায় প্রথমে নাগরিক কমিটি, তারপর জাতীয় নাগরিক পার্টি, তাঁদের জন্য আপনার দরজা খোলা। অন্যরা সাক্ষাতের জন্য চার দিন অপেক্ষা করেও পায় না। এই নিয়ে তো আপনি বিতর্কের মধ্যে পড়ে গেছেন।’

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর চেরাগী পাহাড় মোড়ের একটি মিলনায়তনে ‘চট্টগ্রাম বন্দর, রাখাইনে করিডরের নামে সাম্রাজ্যবাদী আগ্রাসন রুখো’ শিরোনামে সিপিবি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মোহাম্মদ শাহ আলম। সিপিবি সভাপতি বলেন, ‘মানুষের মধ্যে এখন আওয়াজ উঠেছে, ধারণা সৃষ্টি হয়েছে—পৃথিবীর স্বনামধন্য ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়ে। তাঁর আওতায় নিরপেক্ষ নির্বাচন হবে কি না, এ প্রশ্নও উঠেছে।’

সংবাদ সম্মেলনে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জাতিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে ন্যূনতম সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি তোলেন শাহ আলম। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাজ হলো মিনিমাম সংস্কার করে নির্বাচনের দিকে চলে যাওয়া, দেশকে সংকট থেকে মুক্ত করে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া। কিন্তু ওনারা সেটা না করে বড় বড় অ্যাজেন্ডা সামনে এনে দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছেন।’ শাহ আলম বলেন, ‘সরকারকে বলব, অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সেটা অক্টোবরে হতে পারে, নভেম্বরে হতে পারে, ডিসেম্বরে হতে পারে। তবে ডিসেম্বরের বাইরে কোনোভাবেই না।’

সিপিবির এই নেতা বলেন, ‘চট্টগ্রাম বন্দর নিজস্ব শ্রমিক-কর্মচারীদের মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করতে হবে। এখানে কোনো বিদেশি প্রতিষ্ঠানকে ডেকে আনার প্রয়োজন নেই। কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেও পরিচালনার প্রয়োজন নেই। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিচালনার সক্ষমতা এখানকার শ্রমিক-কর্মচারীদের আছে।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি অশোক সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত