Ajker Patrika

চবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম 

চবি সংবাদদাতা
চবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। বর্তমান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসের পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে প্রদত্ত রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) দায়িত্ব থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ (অপরাহ্ন) হতে অব্যাহতি প্রদানপূর্বক চবির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে নিম্নোক্ত শর্তে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রারের (ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রদান করা হলো। তিনি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করবেন।

শর্তগুলো হলো, এ নিয়োগের সময়কাল যোগদানের তারিখ হতে দুই বছর অথবা নির্বাচনী বোর্ডের মাধ্যমে রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত (যেটি আগে হয়)। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত