Ajker Patrika

চট্টগ্রামে সাবেক মেয়রসহ ৬ জনের বিরুদ্ধে কৃষক দল নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ২১: ১৯
চট্টগ্রামে সাবেক মেয়রসহ ৬ জনের বিরুদ্ধে কৃষক দল নেতার মামলা

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন কৃষক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এম সাইফুদ্দিন সৈয়দ। তিনি জেলার বোয়ালখালী উপজেলার বাসিন্দা।

মামলার আসামিরা হলেন সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, তাঁর মেয়ে সাবিহা তাসনিম তানিম, ভাই নুরুল করিম চৌধুরী, নিকটাত্মীয় মাহমুদুর রহমান চৌধুরী, টিপু রহমান এবং নজরুল ইসলাম অপু।

বাদীর আইনজীবী সিরাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে গত বছর (২০২৩) বাদীকে হত্যা ও লাশ গুমের ভয় দেখিয়ে তাঁর একটি সম্পত্তি জোরপূর্বক বিক্রি ও প্রতিশ্রুতিমতো ৩ কোটি ১৩ লাখ টাকা নির্ধারিত সময়ে পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়েছে, বহদ্দারহাটে (বাদী) তিনি কেনা জায়গায় কিছু দোকানঘর তৈরি করে ভাড়া দিয়ে আসছিলেন। এ সময় মামলার দুই আসামি মাহমুদুর রহমান চৌধুরী ও টিপু রহমান দোকানঘর ভাড়া নিয়ে সময়মতো টাকা পরিশোধ করা থেকে বিরত থাকেন।

২০২০ সালে রেজাউল করিম চৌধুরী মেয়র হওয়ার পর বাদীর কাছে তফসিলভুক্ত জায়গাটি বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় মেয়র বাদীর ওপর ক্ষিপ্ত হন। বাদী জায়গাটিতে মার্কেট নির্মাণের পরিকল্পনার কথা জানান। এ সময় মেয়র বাদীকে তাঁর জায়গা ছেড়ে না দিলে মেরে লাশ গুম করার হুমকি দেন।

এরপর ২০২৩ সালে ১৪ আগস্ট বাদী তাঁর বর্তমান বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বের হলে আসামিরা তাঁকে গাড়িতে তুলে চান্দগাঁও সাবরেজিস্ট্রি অফিসে নিয়ে যান। সেখানে তাঁকে মেরে ফেলার ভয় দেখিয়ে জোরপূর্বক তাঁর তফসিলভুক্ত সম্পত্তি সাবকবলা দলিলে বিক্রয়ে দস্তখত আদায় করেন।

এ সময় ৮৭ লাখ টাকার তিনটি পে-অর্ডারের মূল কপি বাদীকে দিয়ে বাকি ৩ কোটি ১৩ লাখ টাকার পে–অর্ডার এক মাস পর দেওয়া হবে বলে জানায়। পরে নির্ধারিত সময়ে টাইগারপাস চসিক অফিসে মেয়রের কাছে বাকি টাকা চাইতে গেলে তিনি লেনদেনের কথা অস্বীকার করার পাশাপাশি বাদীকে অফিস থেকে বের করে দেন।

বাদী আরও অভিযোগ করেন, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হয়। এ জন্য অপরাধীদের বিরুদ্ধে মামলা–মোকদ্দমা করার ক্ষেত্রে তাঁর কোনো ভয়ভীতি নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত