নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
‘তিন ছিনতাইকারীর জামিনে আপত্তি নেই’ আদালতে এই বক্তব্য প্রদান করায় মামলার বাদীর ওপর বিরক্ত হন বিচারক। এরপর বাদীকে দুই ঘণ্টা হাজতে আটকে রাখার আদেশ দেন তিনি। একই সঙ্গে ছিনতাই মামলার তিন আসামির জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ বুধবার বিকেলে চট্টগ্রামের দ্বিতীয় মহানগর হাকিম মো. অলিউল্লাহের আদালতে এ ঘটনা ঘটে।
তথ্যমতে, ১০ আগস্ট সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানার চন্দ্রিমা আবাসিক এলাকায় মো. রাকিব নামে এক তরুণের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর চাচা সাহাবউদ্দিন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন নাঈম উদ্দীন জিতু (২৫), রমিজ খান চিশতী (২৫) ও তৌহিদুল ইসলাম (৩০)।
আজ বুধবার তাঁদের আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন না থাকায় আদালত তাঁদের জামিন আবেদনের ওপর শুনানি করে। এ সময় মামলার বাদী এসে আদালতকে জানান, আসামিদের জামিনে তাঁর আপত্তি নেই। এরপর বিচারক উল্লিখিত আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, বাদী সাহাবউদ্দিন চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় ভ্যানগাড়িতে ফল বিক্রি করেন। মাঝেমধ্যে তাঁর সঙ্গে ভাতিজা রাকিবও বসেন। ১০ আগস্ট রাকিব ফল বিক্রির ১৫ হাজার টাকা নিয়ে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলে করে তিন যুবক তাঁকে ছুরির ভয় দেখিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যান।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, ‘তিন ছিনতাইকারীকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করি। তিনজনের কাছ থেকে ছিনতাই করা ২ হাজার ৪২০ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল বায়েজিদ বোস্তামি থানার উত্তরা আবাসিক এলাকা থেকে জব্দ করি।’
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল ইসলাম বলেন, ‘উল্লিখিত মামলার বাদী সাহাবউদ্দিন আসামিদের জামিন শুনানির সময় হাজির হয়ে জামিনে আপত্তি নেই বলায়, বাদীকেই কোর্ট লকআপে ঢোকানোর নির্দেশ দেন পুলিশকে। বাদী দুই ঘণ্টা লকআপে থাকেন। জামিন শুনানি শেষে আদালত তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বাদীকেও লকআপ থেকে ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া হয়।’
‘তিন ছিনতাইকারীর জামিনে আপত্তি নেই’ আদালতে এই বক্তব্য প্রদান করায় মামলার বাদীর ওপর বিরক্ত হন বিচারক। এরপর বাদীকে দুই ঘণ্টা হাজতে আটকে রাখার আদেশ দেন তিনি। একই সঙ্গে ছিনতাই মামলার তিন আসামির জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ বুধবার বিকেলে চট্টগ্রামের দ্বিতীয় মহানগর হাকিম মো. অলিউল্লাহের আদালতে এ ঘটনা ঘটে।
তথ্যমতে, ১০ আগস্ট সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানার চন্দ্রিমা আবাসিক এলাকায় মো. রাকিব নামে এক তরুণের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় তিন ছিনতাইকারী।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর চাচা সাহাবউদ্দিন। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন নাঈম উদ্দীন জিতু (২৫), রমিজ খান চিশতী (২৫) ও তৌহিদুল ইসলাম (৩০)।
আজ বুধবার তাঁদের আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন না থাকায় আদালত তাঁদের জামিন আবেদনের ওপর শুনানি করে। এ সময় মামলার বাদী এসে আদালতকে জানান, আসামিদের জামিনে তাঁর আপত্তি নেই। এরপর বিচারক উল্লিখিত আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, বাদী সাহাবউদ্দিন চান্দগাঁও থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় ভ্যানগাড়িতে ফল বিক্রি করেন। মাঝেমধ্যে তাঁর সঙ্গে ভাতিজা রাকিবও বসেন। ১০ আগস্ট রাকিব ফল বিক্রির ১৫ হাজার টাকা নিয়ে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলে করে তিন যুবক তাঁকে ছুরির ভয় দেখিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যান।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক জানান, ‘তিন ছিনতাইকারীকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করি। তিনজনের কাছ থেকে ছিনতাই করা ২ হাজার ৪২০ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল বায়েজিদ বোস্তামি থানার উত্তরা আবাসিক এলাকা থেকে জব্দ করি।’
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল ইসলাম বলেন, ‘উল্লিখিত মামলার বাদী সাহাবউদ্দিন আসামিদের জামিন শুনানির সময় হাজির হয়ে জামিনে আপত্তি নেই বলায়, বাদীকেই কোর্ট লকআপে ঢোকানোর নির্দেশ দেন পুলিশকে। বাদী দুই ঘণ্টা লকআপে থাকেন। জামিন শুনানি শেষে আদালত তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বাদীকেও লকআপ থেকে ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া হয়।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৬ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৭ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৭ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে