নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
টিকিট থাকার পরেও ট্রেনের কামরায় ওঠার সময় সেনা সদস্যের কাছ থেকে অনৈতিকভাবে টাকা দাবি করে আরএনবি’র সদস্যরা। প্রতিবাদ করায় সেনা সদস্যকে লাঞ্ছিত করা হয়। আজ শুক্রবার দুপুরে র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে র্যাব-৭ অভিযান চালিয়ে আরএনবি’র (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) তিন সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন-রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার রবিউল ইসলাম (৩০), সিপাহি মাইন হাছান রাকিব (২৩) ও রিটন চাকমা (২৪)।
উল্লেখ্য, গত ৮ আগস্ট চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশনে আসেন এক সেনা সদস্য। পরে ঢাকা মেইল ট্রেনের বগিতে ওঠার জন্য অতিরিক্ত টাকার দাবির প্রতিবাদ করায় তাঁকে মারধর ও লাঞ্ছনা করার অভিযোগ উঠে আরএনবি সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই র্যাবসহ রেলওয়ে প্রশাসন ঘটনার বিষয়ে সোচ্চার হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ‘ওই ঘটনার সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মোট চার জন সদস্য জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এর মধ্যে আমরা তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইয়াছিন নামে বাকি একজনকেও আমরা দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হব। এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে শুক্রবার পাঁচটি মামলা দায়ের করা হচ্ছে। মারামারি, আক্রমণ করা, ঘুষ দাবি, হত্যার উদ্দেশ্য ও মানহানির অভিযোগে এসব মামলা হচ্ছে।’
র্যাব-৭ এর অধিনায়ক বলেন, ‘গত ৮ আগস্ট ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে থাকা ঢাকা মেইল ট্রেনে নির্দিষ্ট বগিতে যখন উঠতে যাবেন তখন কয়েকজন আরএনবির সদস্য ওই সেনা সদস্যকে ট্রেনের সামনের তিনটি বগির যেকোনো একটিতে যেতে বলেন। এ সময় তাঁকে বলা হয় এই বগিতে উঠতে হলে তাঁদেরকে ৩০০ টাকা দিতে হবে। বাগ্বিতণ্ডার একপর্যায়ে সেনা সদস্য নিজের মুঠোফোন দিয়ে ঘটনার ভিডিও ধারণ করতে থাকে। এ সময় আরএনবির সদস্যরা তাঁকে ধরে মারধর, রাইফেল দিয়ে ধাক্কাসহ বাহিনী নিয়ে গালমন্দ করেন।’
ওই ঘটনার পর নিকটবর্তী রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হলে পুলিশ অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। পরে ওই সেনা সদস্য আশ্বাস পেয়ে চলে যায়। কিন্তু ঘটনার অনেক দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত আরএনবি সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর র্যাব এই বিষয়ে তৎপর হয়।
এম এ ইউসুফ বলেন, ‘কোনো বাহিনী চায় না নিজেদের সুনাম ক্ষুণ্ন হোক। কিন্তু অনেক সময় দু-একজনের অপরাধের জন্য পুরো বাহিনীকে বদনাম নিতে হয়।’
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্ব হচ্ছে রেলওয়ের নিরাপত্তা দেওয়া। কিন্তু অনেক সময় এই বাহিনীর দু-একজন সদস্য বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে সংস্থাটিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেন। অভিযুক্ত আরএনবি সদস্যদের বিষয়ে রেল কর্তৃপক্ষ সহযোগিতা করেছেন বলে তিনি দাবি করেন। রেলওয়ে কর্তৃপক্ষ এরই মধ্যে চারজনকে বরখাস্ত করেছেন।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, গত কোরবানির ঈদেও রেলের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে আরএনবির দুই সদস্যকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
টিকিট থাকার পরেও ট্রেনের কামরায় ওঠার সময় সেনা সদস্যের কাছ থেকে অনৈতিকভাবে টাকা দাবি করে আরএনবি’র সদস্যরা। প্রতিবাদ করায় সেনা সদস্যকে লাঞ্ছিত করা হয়। আজ শুক্রবার দুপুরে র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে র্যাব-৭ অভিযান চালিয়ে আরএনবি’র (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) তিন সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন-রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার রবিউল ইসলাম (৩০), সিপাহি মাইন হাছান রাকিব (২৩) ও রিটন চাকমা (২৪)।
উল্লেখ্য, গত ৮ আগস্ট চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশনে আসেন এক সেনা সদস্য। পরে ঢাকা মেইল ট্রেনের বগিতে ওঠার জন্য অতিরিক্ত টাকার দাবির প্রতিবাদ করায় তাঁকে মারধর ও লাঞ্ছনা করার অভিযোগ উঠে আরএনবি সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই র্যাবসহ রেলওয়ে প্রশাসন ঘটনার বিষয়ে সোচ্চার হয়।
সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ‘ওই ঘটনার সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মোট চার জন সদস্য জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এর মধ্যে আমরা তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইয়াছিন নামে বাকি একজনকেও আমরা দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হব। এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে শুক্রবার পাঁচটি মামলা দায়ের করা হচ্ছে। মারামারি, আক্রমণ করা, ঘুষ দাবি, হত্যার উদ্দেশ্য ও মানহানির অভিযোগে এসব মামলা হচ্ছে।’
র্যাব-৭ এর অধিনায়ক বলেন, ‘গত ৮ আগস্ট ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে থাকা ঢাকা মেইল ট্রেনে নির্দিষ্ট বগিতে যখন উঠতে যাবেন তখন কয়েকজন আরএনবির সদস্য ওই সেনা সদস্যকে ট্রেনের সামনের তিনটি বগির যেকোনো একটিতে যেতে বলেন। এ সময় তাঁকে বলা হয় এই বগিতে উঠতে হলে তাঁদেরকে ৩০০ টাকা দিতে হবে। বাগ্বিতণ্ডার একপর্যায়ে সেনা সদস্য নিজের মুঠোফোন দিয়ে ঘটনার ভিডিও ধারণ করতে থাকে। এ সময় আরএনবির সদস্যরা তাঁকে ধরে মারধর, রাইফেল দিয়ে ধাক্কাসহ বাহিনী নিয়ে গালমন্দ করেন।’
ওই ঘটনার পর নিকটবর্তী রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হলে পুলিশ অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। পরে ওই সেনা সদস্য আশ্বাস পেয়ে চলে যায়। কিন্তু ঘটনার অনেক দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত আরএনবি সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর র্যাব এই বিষয়ে তৎপর হয়।
এম এ ইউসুফ বলেন, ‘কোনো বাহিনী চায় না নিজেদের সুনাম ক্ষুণ্ন হোক। কিন্তু অনেক সময় দু-একজনের অপরাধের জন্য পুরো বাহিনীকে বদনাম নিতে হয়।’
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্ব হচ্ছে রেলওয়ের নিরাপত্তা দেওয়া। কিন্তু অনেক সময় এই বাহিনীর দু-একজন সদস্য বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে সংস্থাটিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেন। অভিযুক্ত আরএনবি সদস্যদের বিষয়ে রেল কর্তৃপক্ষ সহযোগিতা করেছেন বলে তিনি দাবি করেন। রেলওয়ে কর্তৃপক্ষ এরই মধ্যে চারজনকে বরখাস্ত করেছেন।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, গত কোরবানির ঈদেও রেলের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে আরএনবির দুই সদস্যকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
১ ঘণ্টা আগেসিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে কোটি কোটি টাকার পাথর লুটপাটের ঘটনায় ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। সাদাপাথরে লুটে আলোচনা-সমালোচনার সপ্তাহখানেক পর শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক মো. আনোয়ারুল হাবীর বাদী হয়ে এই মামল
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী বিওপি এলাকার আলীমনগর ঘাট থেকে এক যুবককে মাদকসহ আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসী পাল্টাপাল্টি দাবি করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের কোথালীপাড়া এলাকায় চারজন বিজিবি সদস্য রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহমেদ টুটুলকে (৩০) আটক করে
৩ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ আটকাতে গভীর ষড়যন্ত্র চলছে দাবি করে পৃথক দুটি সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তাঁরা আগামী একনেক সভায় প্রকল্প অনুমোদন না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন। শুক্রবার বেলা ১১টার দিকে...
৩ ঘণ্টা আগে