Ajker Patrika

টিকিট থাকার পরেও সেনা সদস্যকে হেনস্তা, আরএনবি’র ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
টিকিট থাকার পরেও সেনা সদস্যকে হেনস্তা, আরএনবি’র ৩ সদস্য গ্রেপ্তার

টিকিট থাকার পরেও ট্রেনের কামরায় ওঠার সময় সেনা সদস্যের কাছ থেকে অনৈতিকভাবে টাকা দাবি করে আরএনবি’র সদস্যরা। প্রতিবাদ করায় সেনা সদস্যকে লাঞ্ছিত করা হয়। আজ শুক্রবার দুপুরে র‍্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। 

এর আগে বৃহস্পতিবার রাতে র‍্যাব-৭ অভিযান চালিয়ে আরএনবি’র (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) তিন সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন-রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার রবিউল ইসলাম (৩০), সিপাহি মাইন হাছান রাকিব (২৩) ও রিটন চাকমা (২৪)। 

উল্লেখ্য, গত ৮ আগস্ট চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেলস্টেশনে আসেন এক সেনা সদস্য। পরে ঢাকা মেইল ট্রেনের বগিতে ওঠার জন্য অতিরিক্ত টাকার দাবির প্রতিবাদ করায় তাঁকে মারধর ও লাঞ্ছনা করার অভিযোগ উঠে আরএনবি সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই র‍্যাবসহ রেলওয়ে প্রশাসন ঘটনার বিষয়ে সোচ্চার হয়। 

সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বলেন, ‘ওই ঘটনার সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মোট চার জন সদস্য জড়িত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এর মধ্যে আমরা তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইয়াছিন নামে বাকি একজনকেও আমরা দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হব। এই ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে শুক্রবার পাঁচটি মামলা দায়ের করা হচ্ছে। মারামারি, আক্রমণ করা, ঘুষ দাবি, হত্যার উদ্দেশ্য ও মানহানির অভিযোগে এসব মামলা হচ্ছে।’ 

র‍্যাব-৭ এর অধিনায়ক বলেন, ‘গত ৮ আগস্ট ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে থাকা ঢাকা মেইল ট্রেনে নির্দিষ্ট বগিতে যখন উঠতে যাবেন তখন কয়েকজন আরএনবির সদস্য ওই সেনা সদস্যকে ট্রেনের সামনের তিনটি বগির যেকোনো একটিতে যেতে বলেন। এ সময় তাঁকে বলা হয় এই বগিতে উঠতে হলে তাঁদেরকে ৩০০ টাকা দিতে হবে। বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সেনা সদস্য নিজের মুঠোফোন দিয়ে ঘটনার ভিডিও ধারণ করতে থাকে। এ সময় আরএনবির সদস্যরা তাঁকে ধরে মারধর, রাইফেল দিয়ে ধাক্কাসহ বাহিনী নিয়ে গালমন্দ করেন।’ 

ওই ঘটনার পর নিকটবর্তী রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হলে পুলিশ অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। পরে ওই সেনা সদস্য আশ্বাস পেয়ে চলে যায়। কিন্তু ঘটনার অনেক দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত আরএনবি সদস্যদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর র‍্যাব এই বিষয়ে তৎপর হয়। 

এম এ ইউসুফ বলেন, ‘কোনো বাহিনী চায় না নিজেদের সুনাম ক্ষুণ্ন হোক। কিন্তু অনেক সময় দু-একজনের অপরাধের জন্য পুরো বাহিনীকে বদনাম নিতে হয়।’ 

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দায়িত্ব হচ্ছে রেলওয়ের নিরাপত্তা দেওয়া। কিন্তু অনেক সময় এই বাহিনীর দু-একজন সদস্য বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ে সংস্থাটিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেন। অভিযুক্ত আরএনবি সদস্যদের বিষয়ে রেল কর্তৃপক্ষ সহযোগিতা করেছেন বলে তিনি দাবি করেন। রেলওয়ে কর্তৃপক্ষ এরই মধ্যে চারজনকে বরখাস্ত করেছেন। 

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, গত কোরবানির ঈদেও রেলের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে আরএনবির দুই সদস্যকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত