Ajker Patrika

লক্ষ্মীপুরে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় স্কুলছাত্রী নিহত, আহত মা ও ভাই

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৩: ০৩
লক্ষ্মীপুরে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় স্কুলছাত্রী নিহত, আহত মা ও ভাই

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দশম শ্রেণির স্কুলছাত্রী আনিকা বেগম নিহত হয়েছে। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় স্কুলছাত্রীর মা জোসনা বেগম ও ছোট ভাই রিফাত হোসেন অগ্নিদগ্ধ হয়েছে। 

নিহত আনিকা বেগম সৌদিপ্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, আজ ভোরে সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় সৌদিপ্রবাসী আনোয়ার হোসেনের বসতঘরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই বসতঘর আগুনে পুড়ে যায়। এ সময় ঘরে থাকা দশম শ্রেণির স্কুলছাত্রী আনিকা বেগম অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এ সময় আনিকা বেগমের মা জোসনা বেগম ও ছোট ভাই রিফাত হোসেন আহত হয়েছে। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাদের অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটে পাঠানো হয়েছে। এ ঘটনা জমিসংক্রান্ত ও পারিবারিক বিরোধের কারণে ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। 

এ বিষয়ে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিন বলেন, অগ্নিদগ্ধ জোসনার শরীর ৯০ ভাগ ও রিফাত হোসেনের ৩০ ভাগ পুড়ে গেছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। 

দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আলহাজ উদ্দিন বলেন, বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছে আরও দুজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই অগ্নিকাণ্ডের সঙ্গে অন্য কোনো ঘটনা আছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিত কুমার সাহা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় একটি বসতঘর পুড়ে গেছে। এ সময় একজন নিহত ও দুজন আহত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত