কুবি প্রতিনিধি
সহকারী প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অমিত দত্তকে লাঞ্ছিতের অভিযোগে সেই ছাত্রলীগের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে প্রক্টরিয়াল বডির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে দায়িত্ব পালনকালে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার বিষয়ে তাঁদের যৌক্তিক কারণ দর্শাতে বলা হয়।
শোকজ প্রাপ্ত ছাত্রলীগ নেতারা হলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘এমন আচরণের সঠিক কারণ জানতে চেয়ে দুজনকে শোকজ করা হয়েছে। তাদের দেওয়া জবাবের পর অভিযোগ যাচাই করে দেখা হবে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’
গত সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু হলের ৩১৮ নম্বর কক্ষ দখলকে কেন্দ্র করে কুবি মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে ছাত্রলীগের দ্বন্দ্ব দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি উপস্থিত হলে, সহকারী প্রক্টর অমিত দত্তকে মারতে তেড়ে আসার অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন শোকজের সিদ্ধান্ত নেয়।
শোকজের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এনায়েত উল্লাহ বলেন, ‘প্রশাসনের দেওয়া শোকজ লেটার আমরা হাতে পেয়েছি আজ দুপুরে। আগামীকালের মধ্যে যৌক্তিক ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। আমরা উত্তর আজকে অথবা কালকের মধ্যে দেব।’
এ নিয়ে আরেক অভিযুক্ত ছাত্রলীগ নেতা সালমান চৌধুরী বলেন, ‘আমাদের বিরুদ্ধে এটা মিথ্যা অভিযোগ। একজন শিক্ষক কী ধরনের এজেন্ডা নিয়ে আমাদের এমন একটি শোকজ দিলেন, সেটা বুঝতে পারছি না। আমাদের কেন এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে ফাঁসানো হচ্ছে, এর বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’
সহকারী প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অমিত দত্তকে লাঞ্ছিতের অভিযোগে সেই ছাত্রলীগের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে প্রক্টরিয়াল বডির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে দায়িত্ব পালনকালে সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার বিষয়ে তাঁদের যৌক্তিক কারণ দর্শাতে বলা হয়।
শোকজ প্রাপ্ত ছাত্রলীগ নেতারা হলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘এমন আচরণের সঠিক কারণ জানতে চেয়ে দুজনকে শোকজ করা হয়েছে। তাদের দেওয়া জবাবের পর অভিযোগ যাচাই করে দেখা হবে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’
গত সোমবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু হলের ৩১৮ নম্বর কক্ষ দখলকে কেন্দ্র করে কুবি মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে ছাত্রলীগের দ্বন্দ্ব দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি উপস্থিত হলে, সহকারী প্রক্টর অমিত দত্তকে মারতে তেড়ে আসার অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন শোকজের সিদ্ধান্ত নেয়।
শোকজের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এনায়েত উল্লাহ বলেন, ‘প্রশাসনের দেওয়া শোকজ লেটার আমরা হাতে পেয়েছি আজ দুপুরে। আগামীকালের মধ্যে যৌক্তিক ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। আমরা উত্তর আজকে অথবা কালকের মধ্যে দেব।’
এ নিয়ে আরেক অভিযুক্ত ছাত্রলীগ নেতা সালমান চৌধুরী বলেন, ‘আমাদের বিরুদ্ধে এটা মিথ্যা অভিযোগ। একজন শিক্ষক কী ধরনের এজেন্ডা নিয়ে আমাদের এমন একটি শোকজ দিলেন, সেটা বুঝতে পারছি না। আমাদের কেন এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের মধ্যে ফাঁসানো হচ্ছে, এর বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
১ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৩ ঘণ্টা আগেকুষ্টিয়া সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছেন মামুন নামের এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানদের ওপর নৃশংস হামলার পর মামুন নিজেও গলায় ছুরিকাঘাত করে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন।
৩ ঘণ্টা আগেবরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন।
৩ ঘণ্টা আগে