Ajker Patrika

কুমিল্লায় নির্মাণশ্রমিক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড 

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় নির্মাণশ্রমিক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড 

কুমিল্লায় নির্মাণশ্রমিক মো. ইয়াছিন মিয়াকে (২৫) ছুরিকাঘাতে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। 

মামলার রাষ্ট্র পক্ষের অতিরিক্ত কৌশলী (এপিপি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হলেন–মো. শাহজাহান মিয়া (৩৭) ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি সেলিম মিয়া (৪৭)। সম্পর্কে দুজন আপন ভাই। তারা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া ফকিরমূড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, নিহত ইয়াছিন মিয়ার বাড়ির সামনে তার খালাতো ভাইয়ের স্ত্রী মোছা জেসমিন আক্তার (৩৭) মুদি দোকান দিয়ে ব্যবসা করতেন। প্রতিবেশী অভিযুক্ত মো. শাহজাহান মিয়া ওই দোকানের সামনে বসে মাদক বিক্রি করত। সে সুবাদে জেসমিন আক্তারের সঙ্গে শাহজাহান মিয়ার সম্পর্ক হয়। তাদের পরকীয়া প্রেমের বাধা দেয় ইয়াছিন মিয়া। এতে বিরোধ সৃষ্টি হয়। 

এ নিয়ে আসামিরা যোগসাজশে ২০২০ সালের ১৮ মে রাতে স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় পথরোধ করে ইয়াছিন মিয়া ও তার ভাই মো. মিজানুর রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় শাহাজান ও সেলিম মিয়া। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের বড় ভাই মো. মিজানুর রহমান বাদী হয়ে একই গ্রামের মৃত আলী মিয়ার তিন ছেলেসহ পাঁচজনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার সঙ্গে জড়িত না থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র থেকে তিনজনকে বাদ দেন। 

এপিপি নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রাষ্ট্রপক্ষে নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে আসামি মো. শাহজাহান মিয়াকে মৃত্যুদণ্ড, অপর আসামি মো. সেলিম মিয়াকে যাবজ্জীবন এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত