Ajker Patrika

চবিতে ঝিমিয়ে পড়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা

চবি প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৩, ১৯: ৫০
চবিতে ঝিমিয়ে পড়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কমিটি বিলুপ্তির সাড়ে ছয় মাসেও নতুন নেতৃত্বের ঘোষণা দিতে পারেনি কেন্দ্রীয় ছাত্রদল। দীর্ঘদিন কমিটি না থাকায় ক্যাম্পাসে বড় কোনো কর্মসূচি পালন করতে পারেনি সংগঠনটি। এতে ঝিমিয়ে পড়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। 

সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ অক্টোবর দুই বছরের জন্য শাখা ছাত্রদলের ৬৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয় ইতিহাস বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের খোরশেদ আলমকে ও সাধারণ সম্পাদক করা হয় ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শহীদুল ইসলামকে। পরে ২০১৭ সালের ১৮ মে ২৪৩ জনের একটি কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। ওই কমিটির মেয়াদ দুই বছর হলেও তার মেয়াদ ছয় বছরে গিয়ে ঠেকে। সবশেষ গত বছরের ১১ নভেম্বর কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রদল। এরপর সাড়ে ছয় মাস পার হলেও নতুন কমিটি গঠন করতে পারেনি কেন্দ্রীয় ছাত্রদল। 

এদিকে দীর্ঘদিন কমিটি না থাকায় ক্যাম্পাসে বড় পরিসরে কোনো কর্মসূচি পালন করতে পারেনি ছাত্রদল। কমিটি বিলুপ্তর আগে সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে মাঝেমধ্যে ঝটিকা মিছিল হলেও আড়াই বছর ধরে কোনো কর্মসূচিই দেখা যায়নি। সর্বশেষ ২০২০ সালে বিজয় দিবসে ক্যাম্পাসে আসেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের ওপর হামলা করে ছাত্রলীগ। এতে ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন নেতা আহত হন। 

মূলত এর পর থেকে ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ক্যাম্পাসে আর কোনো কর্মসূচি পালন হয়নি। যদিও ভর্তি পরীক্ষার সময় শুভেচ্ছা জানানো, ঢাবি ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদসহ এক-দুটি কর্মসূচি পালন করেন কিছু নেতা-কর্মী। 

ফাইল ছবিবিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় ইস্যু ও ছাত্রবান্ধব দাবি নিয়ে ক্যাম্পাসে যাওয়ার জন্য দ্রুত সংগঠনের নতুন কমিটি দরকার। ভর্তি পরীক্ষাসহ ক্যাম্পাসে বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে দলের কর্মসূচি পালন করে আসছি। কিন্তু আগামীতে সুষ্ঠু নির্বাচনের দাবি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ছাত্রদের বৃহৎ পরিসরে সম্পৃক্ত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটির কোনো বিকল্প নেই।’ 

সাবেক মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক জালাল উদ্দিন মিজবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে কমিটি না থাকার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল বর্তমানে বিশৃঙ্খল ও নেতৃত্বহীন অবস্থায় আছে। আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে অতি দ্রুত ত্যাগী, পরীক্ষিত ও ক্যাম্পাসমুখী সাংগঠনিক নেতৃত্বের সমন্বয়ে চবি ছাত্রদলের কমিটি চাই, যাতে করে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত ও আগামীতে ফ্যাসিবাদ স্বৈরাচারবিরোধী আন্দোলনে চবি ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করতে পারে।’ 

নতুন কমিটির বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একটা আন্দোলন-সংগ্রামের মধ্যে আছি। দিনক্ষণ দিয়ে কমিটি ঘোষণা করা যায় না। তবে আমরা শিগগিরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত