নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা-মেয়েকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে হাসান (৪২) ও হারুন (৩০) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
গত ২১ অক্টোবর রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ ওঠে। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের কাছে বিচার না পেয়ে গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় চরবালুয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে মৌখিক অভিযোগ দেন ভুক্তভোগীরা।
চরবালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে হাসান ও হারুনকে আটক করা হয়েছে।
ভুক্তভোগী নারী (৩৮) জানান, তাঁর স্বামী গাড়িচালক। বাড়িতে তিনি ও তাঁর মেয়ে (১৭) এবং এক দেবর (২১) থাকেন। তাঁদের বাড়ির কাছে বাড়িঘর কম। গত ২১ অক্টোবর রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের রাশেদ, সাইফুল, হাসান, হারুন, রাজু ও ইব্রাহিম তাঁদের বাড়িতে আসেন। তারা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে ওই নারীর দেবরের মুখ, হাত-পা বেঁধে রেখে তাঁর মেয়ে ও তাঁকে ঘর থেকে বের করে আনে।
অভিযোগ ওঠা যুবকদের মধ্যে তিনজন ওই নারীকে টেনে বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায়। আর অপর তিনজন মেয়েকে বসতঘরের পাশের রান্নাঘরের সামনে নিয়ে যায়। এরপর ওই নারীকে পুকুর পাড়ে ও তাঁর মেয়েকে রান্নাঘরের সামনে রাত ৩টা পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। যাওয়ার সময় ঘর থেকে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যান অভিযোগ ওঠা ব্যক্তিরা। ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেন তাঁরা।
ঘটনার পর পরদিন সকালে বিষয়টি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের জানান এবং তাঁদের কাছে ঘটনার বিচার চান ভুক্তভোগী নারী ও তাঁর মেয়ে। কিন্তু স্থানীয় ব্যক্তিরা বিচারের নামে তালবাহানা করতে থাকেন। পরে বাধ্য হয়ে ওই নারী গতকাল শনিবার বিকেলে স্থানীয় চরবালুয়া পুলিশ ক্যাম্পে গিয়ে মৌখিক অভিযোগ করেন।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, এ ঘটনায় ৬ জনকে আসামি করে ভুক্তভোগী অভিযোগ দিয়েছিলেন। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা-মেয়েকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে হাসান (৪২) ও হারুন (৩০) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।
গত ২১ অক্টোবর রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ ওঠে। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের কাছে বিচার না পেয়ে গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় চরবালুয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে মৌখিক অভিযোগ দেন ভুক্তভোগীরা।
চরবালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে হাসান ও হারুনকে আটক করা হয়েছে।
ভুক্তভোগী নারী (৩৮) জানান, তাঁর স্বামী গাড়িচালক। বাড়িতে তিনি ও তাঁর মেয়ে (১৭) এবং এক দেবর (২১) থাকেন। তাঁদের বাড়ির কাছে বাড়িঘর কম। গত ২১ অক্টোবর রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের রাশেদ, সাইফুল, হাসান, হারুন, রাজু ও ইব্রাহিম তাঁদের বাড়িতে আসেন। তারা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে ওই নারীর দেবরের মুখ, হাত-পা বেঁধে রেখে তাঁর মেয়ে ও তাঁকে ঘর থেকে বের করে আনে।
অভিযোগ ওঠা যুবকদের মধ্যে তিনজন ওই নারীকে টেনে বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায়। আর অপর তিনজন মেয়েকে বসতঘরের পাশের রান্নাঘরের সামনে নিয়ে যায়। এরপর ওই নারীকে পুকুর পাড়ে ও তাঁর মেয়েকে রান্নাঘরের সামনে রাত ৩টা পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। যাওয়ার সময় ঘর থেকে টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যান অভিযোগ ওঠা ব্যক্তিরা। ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেন তাঁরা।
ঘটনার পর পরদিন সকালে বিষয়টি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের জানান এবং তাঁদের কাছে ঘটনার বিচার চান ভুক্তভোগী নারী ও তাঁর মেয়ে। কিন্তু স্থানীয় ব্যক্তিরা বিচারের নামে তালবাহানা করতে থাকেন। পরে বাধ্য হয়ে ওই নারী গতকাল শনিবার বিকেলে স্থানীয় চরবালুয়া পুলিশ ক্যাম্পে গিয়ে মৌখিক অভিযোগ করেন।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, এ ঘটনায় ৬ জনকে আসামি করে ভুক্তভোগী অভিযোগ দিয়েছিলেন। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১১ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১৮ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
২৩ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
২৭ মিনিট আগে