Ajker Patrika

স্টিলের খুঁটির সঙ্গে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্র নিহত

নোয়াখালী প্রতিনিধি
স্টিলের খুঁটির সঙ্গে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্র নিহত

নোয়াখালী পৌর এলাকায় সড়কের পাশের একটি স্টিলের খুঁটির সঙ্গে বিদ্যুতায়িত হয়ে নাবিল আল আরাভী ওয়াফি (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর এলাকার লাতু কমিশনারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। 

নিহত নাবিল আল আরাভী ওয়াফি ওই এলাকার সানা উল্যাহ মোহনের ছেলে। সে নোয়াখালী পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। 

আহতরা হচ্ছে, একই এলাকার আবদুল হক সাব (৫০) ও তাঁর ছেলে পলাশ (২২)। 

স্থানীয় লোকজন বলেন, ঘূর্ণিঝড় অশনির কারণে আজ সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে পার্শ্ববর্তী দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয় নাবিল। দোকানে আসার পথে লাতু কমিশনারের বাড়ি এলাকায় সড়কের পাশে থাকা একটি স্টিলের খুঁটি স্পর্শ করে সে। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় নাবিল। বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে অপর দুজন আহত হন। 

নিহতের চাচা মো. নয়ন অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভাগকে পুরোনো স্টিলের খুঁটিটি সরাতে বলা হলেও তাঁরা সরাননি। এ ছাড়া নাবিল বিদ্যুতায়িত হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে মোবাইল করলেও তারা লাইন বন্ধ করে নাই। পরে অফিসে গিয়ে বলার পর লাইন বন্ধ করে। কিন্তু ততক্ষণে নাবিল মারা যায়। 

অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন বলেন, প্রথমত খুঁটিটি আমাদের না, এটি টেলিফোন লাইনের খুঁটি। আমাদের বিদ্যুতের প্রধান খুঁটি থেকে আশপাশের বাসার লোকজন লাইন নিতে টেলিফোনের স্টিলের খুঁটিটি ব্যবহার করেছেন। বৃষ্টির কারণে সেটি বিদ্যুতায়িত হয়ে এ ঘটনা ঘটেছে। 

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, জরুরি নম্বরে কল পাওয়ার পর পরই বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত