নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ সোমবার নগরীর কাজীর দেউড়িতে বেলা সোয়া ৩টার দিকে এ সংঘর্ষ হয়।
বিএনপি নেতারা বলছেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম নগরে তাঁরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে।
পুলিশ বলছে, বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। পুলিশ আত্মরক্ষার্থে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে।
ঘটনাস্থলে থাকা নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিতে হামলা চালিয়েছে। কর্মীদের লক্ষ্য করে গুলিও ছুড়েছে।’
চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে।’
সরেজমিন দেখা যায়, নগরের কাজীর দেউড়ির কাঁচাবাজার সামনে শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। তখন পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ে পুলিশ তল্লাশি চালায়। এ সময় কয়েকজনকে আটকও করেছে পুলিশ।
চট্টগ্রামে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ সোমবার নগরীর কাজীর দেউড়িতে বেলা সোয়া ৩টার দিকে এ সংঘর্ষ হয়।
বিএনপি নেতারা বলছেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম নগরে তাঁরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে।
পুলিশ বলছে, বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। পুলিশ আত্মরক্ষার্থে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে।
ঘটনাস্থলে থাকা নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিতে হামলা চালিয়েছে। কর্মীদের লক্ষ্য করে গুলিও ছুড়েছে।’
চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি জাহেদুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। পুলিশ আত্মরক্ষার্থে মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে।’
সরেজমিন দেখা যায়, নগরের কাজীর দেউড়ির কাঁচাবাজার সামনে শতাধিক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। তখন পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ে পুলিশ তল্লাশি চালায়। এ সময় কয়েকজনকে আটকও করেছে পুলিশ।
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে বিএনপির তারুণ্যের সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের উপস্থিতিতে মাঠের ভেতর-বাইরে লোকারণ্য হয়ে উঠে। তীব্র গরম উপেক্ষা করে চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে আসা এসব নেতা-কর্মীদের ভিড় ছিল এক কিমি জুড়ে। ভিড়ের কারণে নগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে
৮ মিনিট আগেমুন্সিগঞ্জ ঘাটে নোঙর করা একটি লঞ্চের ডেকের ওপর দুই তরুণীকে বেল্ট দিয়ে পেটানো সেই যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। আজ শনিবার বেলা দেড়টার দিকে তাকে মুন্সিগঞ্জ সদর থানায় সদর থানার নেওয়া হয় বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান।
২৭ মিনিট আগেনরসিংদীর শিবপুরে একাধিক মামলার আসামি জুলাই গণ-অভ্যুত্থানের সময় জেলপলাতক আতিকুল ইসলাম ভূইয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে এ তথ্য জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন। এর আগে শুক্রবার (৯ মে) দিবাগত রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গোলাকান্দাইল থেকে তাঁকে গ্রেপ্ত
২৮ মিনিট আগেপানছড়িতে বৈশাখী পূর্ণিমা ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শনিবার সংঘ মিত্র বৌদ্ধবিহার থেকে শোভাযাত্রাটি বের হয়ে পানছড়ি জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় বৌদ্ধবিহার এসে শেষ হয়।
৩৪ মিনিট আগে