Ajker Patrika

কলসিভর্তি স্বর্ণের প্রলোভনে প্রতারণা, গ্রেপ্তার ৩

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১০: ১২
কলসিভর্তি স্বর্ণের প্রলোভনে প্রতারণা, গ্রেপ্তার ৩

কুমিল্লায় কলসিভর্তি স্বর্ণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং পরিবারের সদস্যদের বিপদের কথা বলে ৩০ ভরি স্বর্ণ আত্মসাৎ করেছে মাজারের খাদেম পরিচয়দানকারী একটি চক্র।

এ ঘটনায় আজ সোমবার মাজারের কথিত খাদেমসহ তিনজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রামনাথপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া। 

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রামনাথপুর মধ্যপাড়ার মৃত শাফিরুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (২২) একই এলাকার আইয়ুব আলীর ছেলে মো. আফজাল (৩০) ও মো. মান্নান গাছুর ছেলে মো. আরিফ (২২)। 

জেলা গোয়েন্দা পুলিশ বলছে, কুমিল্লার লালমাই এলাকার ভুক্তভোগী আয়েশা বেগমকে ২৫ আগস্ট রাতে সিলেট শাহজালাল মাজারের পীর পরিচয় দিয়ে তাঁর মোবাইল ফোনে কল দেয়। পরে স্বর্ণভর্তি দুটি কলসির প্রলোভন দেখিয়ে এবং পরিবারের সদস্যদের বিপদের কথা বলে ৩০ ভরি স্বর্ণ আত্মসাৎ করে নিয়ে যায়। এ বিষয়ে প্রতারিত হয়ে আয়েশা বেগম গত ৫ সেপ্টেম্বর কুমিল্লার লালমাই থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ বলছে, আসামিরা এ ঘটনার কথা স্বীকার করেছেন এবং তাঁরা দীর্ঘদিন যাবৎ এভাবে মধ্যরাতে ফোন করে নিজেদের বিভিন্ন মাজারের পীর, বাবা আখ্যা দিয়ে গুপ্তধন পাইয়ে দেওয়ার প্রলোভনসহ পরিবারের সদস্যদের অমঙ্গল হবে বলে প্রতারণার মাধ্যমে স্বর্ণালংকার, অর্থ আত্মসাৎ করে থাকেন। এ ছাড়া তাঁরা এসব প্রতারণার জন্য মধ্যরাত এবং ভোররাতকেই প্রাধান্য দেন। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া জানান, রাতে এই প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে তাঁদের আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত