Ajker Patrika

চট্টগ্রামে লালদীঘি মাঠে জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে লালদীঘি মাঠে জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল

চট্টগ্রামে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল (শুক্রবার) লালদীঘি মাঠে। পাশাপাশি বসবে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। যা চলবে ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত।

গতকাল বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আয়োজক কমিটির প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।

সভায় বলা হয়, জনসাধারণের নির্বিঘ্ন চলাচলে আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত সড়কে স্টল বসানো যাবে না। স্টল বা দোকান বিক্রি, দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও মেলার আয়োজনকে সুশৃঙ্খল করার জন্য আমদের সার্বিক প্রস্তুতিতে রয়েছি।’

উল্লেখ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর বদরপাতির ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালের ১২ বৈশাখ শুরু করেছিলেন বলীখেলা। উদ্দেশ্য ছিল—এ অঞ্চলের তরুণদের শারীরিকভাবে প্রস্তুত করা। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিবছর বসে এ আসর। এতে নগরীতে সৃষ্টি হয় উৎসবের আমেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত