Ajker Patrika

কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯: ০৩
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজারে পুলিশ কনস্টেবল মো. পারভেজ হত্যা মামলায় একজনের ফাঁসি ও দুজনকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-১–এর বিচারক মহিউদ্দিন মুরাদ এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবু তাহের (৩২) কক্সবাজার শহরের ঘোনারপাড়া আবুল কালামের ছেলে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহরের বাদশাহঘোনা এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে আব্দুল মালেক ও ঘোনারপাড়া বড় কবরস্থান এলাকার শাহ আলম সওদাগরের ছেলে মো. খালেদ খোকন। মামলার শুরু থেকে পালাতক রয়েছেন সাজাপ্রাপ্ত মো. খালেদ খোকন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মোজাফফর আহমদ হেলালী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় একজনের ফাঁসি এবং ৩৯৫ ধারায় দুজনকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর চারজনের বিরুদ্ধ অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।’

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে ২৩ জুলাই কক্সবাজার শহরের জাম্বুর মোড় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টুরিস্ট পুলিশের কনস্টেবল মো. পারভেজ। এ ঘটনায় ওই দিন টুরিস্ট পুলিশের কনস্টেবল রাজীব চাকমা বাদী হয়ে আবু তাহেরসহ সাতজনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক বখতিয়ার উদ্দিন চৌধুরী একই বছরের ২৪ নভেম্বর অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৯ সালের ১ অক্টোবর আদালত অভিযোগ গঠন করে। মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে বাদী, চিকিৎসক, তদন্ত কর্মকর্তাসহ ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

আসামি পক্ষের আইনজীবী নুরুল মোস্তফা মানিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত