Ajker Patrika

বন্ধ শাটল ট্রেন চালুর দাবিতে মূল ফটকে চবি শিক্ষার্থীদের তালা

চবি প্রতিনিধি
বন্ধ শাটল ট্রেন চালুর দাবিতে মূল ফটকে চবি শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ জোড়া শাটল ট্রেন পুনরায় চালু করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাটল চালু না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ৬টি বাস দেওয়ার ঘোষণা দিলে শিক্ষার্থীরা তালা খুলে দেন।

আজ রোববার দুপুর দেড়টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয়। এ সময় তাঁরা প্ল্যাকার্ডে লিখেন, আর কত ভোগান্তি’, ‘শাটল ট্রেন চালু করো’; ‘নিয়মিত শাটল চাই’; শাটলে পাথর নিক্ষেপ বন্ধ কর।’ 

জানা যায়, গত ২৬ জানুয়ারি থেকে মাইলেজ ইস্যুতে কর্মবিরতিতে যায় রেলওয়ের লোকো মাস্টারেরা। এতে করে সারা দেশের রেল যোগাযোগ স্থবির হয়ে পরে। লোকো মাস্টার সংকটে রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন জোড়া শাটল ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে দুই দিনের মাথায় লোকো মাস্টাররা আন্দোলন স্থগিত করলে ফের স্বাভাবিক হয়ে যায় সারা দেশের রেল যোগাযোগ। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চালু হয়নি গত এক মাসেও। এর আগে গত বছর ১১ নভেম্বর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুই জোড়া ডেমু ট্রেন বন্ধ রাখার ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এক মাস ধরে তিন জোড়া শাটল ও তিন মাস ধরে দুই জোড়া ডেমু বন্ধ রয়েছে। ৯ জোড়া শাটলেই যখন শিক্ষার্থীদের নাভিশ্বাস অবস্থা, সেখানে শাটল না বাড়িয়ে উল্টো ৫ জোড়া বন্ধ রাখা হয়েছে। এতে করে ভোগান্তির মাত্রা বেড়েছে কয়েকগুণ। শাটলে সিট খালি তো দূরের কথা তিল ধারণের ঠাঁই পর্যন্ত নেই। বাধ্য হয়ে তাদেরকে ঝুঁকি নিয়ে শাটলের ছাদে উঠতে হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে শাটলের দাবি জানিয়ে আসলেও প্রশাসন আশ্বাস দিয়েই দায় সারছে।

বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, ‘বন্ধ শাটল দ্রুততম সময়ে চালু করতে হবে। অন্যথায় আমরা আগামী রোববার আবার একই দাবি নিয়ে অবরোধ কর্মসূচি দিতে বাধ্য হব। পাশাপাশি ৩ নম্বর রুটের গাড়িতে হাফ পাস নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। তা ছাড়া এই রুটে বাস স্টাফদের হাতে শিক্ষার্থী হয়রানি বন্ধ করতে হবে।’

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের পর ৫ জোড়া শাটল বন্ধ থাকায় শিক্ষার্থী পরিবহনে ৬ টি বাস দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বন্ধ শাটল চালুর দাবিতে শিক্ষার্থীরা মূল ফটকে তালা দিয়েছিল। আমরা শাটলের সমস্যা সমাধানে রেলওয়ের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি। আমাদের উপাচার্য মহোদয় আজ দুইবার রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। যত দ্রুত সম্ভব তিনি শাটল সমস্যা নিরসনের আশ্বাস দিয়েছেন।’

প্রক্টর আরও বলেন, ‘শাটল চালু না হওয়া পর্যন্ত আমরা শিক্ষার্থীদের জন্য ৬টি বাস দিচ্ছি। দুইটি বাস সকাল সাড়ে ৭টায় বটতলী থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। আর দুইটি বাস আড়াইটায় ও অপর দুইটি সাড়ে ৫টায় ক্যাম্পাস থেকে বটতলীর উদ্দেশ্যে ছেড়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ তুলে পুড়িয়ে দিল বিক্ষুব্ধরা, আহত অর্ধশত

গরম মাড় পড়ে শিশু দগ্ধ, গলা টিপে হত্যার পর বস্তায় ভরে পুকুরে ফেলেন চাচি

পবায় মাইকে স্লোগান দিয়ে খানকা ভাঙচুর, নীরব ছিল দুই গাড়ি পুলিশ

২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত