Ajker Patrika

প্লাস্টিকের বিনিময়ে বই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্লাস্টিকের বিনিময়ে বই

থরে থরে সাজানো বিভিন্ন রকমের বই। পাশে বসে আছেন দুই তরুণ। কেউ চারটি প্লাস্টিকের বোতল নিয়ে গেলেই তুলে দিচ্ছেন একটি করে বই। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জিরো পয়েন্টে দেখা গেল এমন চিত্র।

প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে সচেতনতামূলক এই উদ্যোগ হাতে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তাঁরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আসাদুজ্জামান বুলবুল ও ব্যবস্থাপনা বিভাগের মো. মাসুদ রানা।

প্রাথমিকভাবে গল্প, উপন্যাস, ইতিহাস, বিজ্ঞান সম্পর্কিত ১০০ বই দিয়ে ‘প্রজেক্ট গ্রন্থমঙ্গল’ কার্যক্রম শুরু করেন এ দুই শিক্ষার্থী। মাত্র দুই ঘণ্টায় সহস্রাধিক প্লাস্টিকের বোতলের বিনিময়ে বিতরণ করা হয় বইগুলো।

এ বিষয়ে জানতে চাইলে প্রকল্পের উদ্যোক্তা আসাদুজ্জামান বুলবুল আজকের পত্রিকাকে বলেন, উদ্যোগটি নেওয়ার অন্যতম কারণ প্লাস্টিকের নানাবিধ দূষণ। যেমন প্লাস্টিক মাটির মধ্যে গেলে মাটির উর্বরতা নষ্ট করে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মাটির মধ্যে ক্ষতিকর ন্যানো পার্টিকেল ছড়িয়ে দেয় যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

তিনি বলেন, তা ছাড়া বেশির ভাগ প্লাস্টিকের শেষ গন্তব্য সমুদ্র। ফলে সমুদ্রের বাস্তুতন্ত্র ধ্বংসের পথে। আবার প্লাস্টিক পুড়িয়ে ফেললেও পরিবেশে কার্বন নিঃসরণ করে যা বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী।

বুলবুল আরও বলেন, ‘প্লাস্টিকের এই ক্ষতি করার ক্ষমতা আমাদের জন্য উদ্বেগের। এটি রোধ করা সময়ের দাবি। তাই প্লাস্টিকের ব্যবহার সীমিতকরণ ও পুনর্ব্যবহার নিশ্চিত করতে আমাদের এই ছোট্ট উদ্যোগ। ‘প্লাস্টিকের বিনিময়ে বই’ উদ্যোগটি সফল করতে সহযোগিতা করেছে ‘পাশে আছি ইনিশিয়েটিভ’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এই উদ্যোক্তা বলেন, ‘আমরা ব্যাপক সাড়া পেয়েছি। মাত্র ২ ঘণ্টায় ১ হাজারের মতো প্লাস্টিকের বোতল পেয়েছি। যেগুলো আমরা বিভিন্ন উপায়ে পুনরায় ব্যবহার করব।’

বুলবুল বলেন, ‘এটি আমাদের প্রথম উদ্যোগ। প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে ভবিষ্যতে আমরা দেশের খ্যাতিমান পরিবেশবিদদের নিয়ে সেমিনার, সিম্পোজিয়ামসহ নানা কার্যক্রম পরিচালনা করব।’

৩০টি প্লাস্টিকের বোতল দিয়ে দুটি বই নিয়েছেন দর্শন বিভাগের উত্তম রায়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এটা একটা দারুণ উদ্যোগ। পরিত্যক্ত প্লাস্টিকের বোতলগুলো জমা দিয়ে পরিবেশের উপকার করতে পারলাম। বিনিময়ে বই পেয়ে নিজেকেও সমৃদ্ধ করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত