Ajker Patrika

পার্বত্য চট্টগ্রামে অন্যায়-অবিচার চলছে: দুদু

রাঙামাটি প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৮: ০২
পার্বত্য চট্টগ্রামে অন্যায়-অবিচার চলছে: দুদু

দেশে অন্যায়-অবিচার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। পার্বত্য চট্টগ্রামে অন্যায়-অবিচার চলছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের মানুষ না খেয়ে আছে বলেও অভিযোগ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 
 
আজ শনিবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে রাঙামাটি জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দুদু এই বক্তব্য দেন। তিনি বলেন, খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে অন্যায়-অবিচার করা হচ্ছে। তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদিন একটি মামলা দেওয়া হয়। 

রাঙামাটি বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন চলছেসম্মেলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন জোরদার করতে নেতা-কর্মীদের আহ্বান জানান দুদু। সসম্মানে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানিয়ে দুদু বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা না দিলে দেশে মুক্তিযুদ্ধ হতো না। দেশ স্বাধীন হতো না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক।

খালেদা জিয়া ৯ বছর আন্দোলন না করলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হতো না। কিন্তু সেই খালেদা জিয়ার সঙ্গে কী অন্যায় যে করছে সরকার। 
 
শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রথম অধিবেশনে আরও বক্তব্য দেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার ও হারুনুর রশিদ, রাঙামাটির সাবেক সাংসদ মনি স্বপন দেওয়ান প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত