Ajker Patrika

চাঁদপুরে আ.লীগ নেতা এরশাদ গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
আলী এরশাদ মিয়াজী। ছবি: সংগৃহীত
আলী এরশাদ মিয়াজী। ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার শহরের ওয়্যারলেস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলী এরশাদ মিয়াজী শহরের বঙ্গবন্ধু সড়ক মিয়াজী বাড়ির বাসিন্দা। তিনি মাদ্রাসা রোডের ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।

চাঁদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, আলী এরশাদ মিয়াজী কারাবন্দী সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী এবং তাঁর সব কর্মকাণ্ড বাস্তবায়ন করতেন। সর্বশেষ ২০২২ সালের ৫ ডিসেম্বর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। রাজনীতির পাশাপাশি তিনি শহরের ওয়্যারলেস এলাকায় ন্যায্যমূল্যে চাল বিক্রির পরিবেশক।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) আলী এরশাদ মিয়াজীকে থানায় হস্তান্তর করে। তিনি ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি। বিকেলে তাঁকে থানা থেকে আদালতে সোপর্দ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত