ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মামলার পর উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রাম থেকে রাকিবুল হাসান শুভ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত বেশ কিছুদিন ধরে ছাগলনাইয়া পৌর শহরসহ পুরো উপজেলায় ভয়াবহ লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসা বাড়ি ও মসজিদে পানির সংকট দেখা দেয়। ইফতার, তারাবি, সাহরি ও নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পড়েন এলাকাবাসী। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের এ নিয়ে কোনো উদ্যোগ না নেওয়া ক্ষিপ্ত হন এলাকাবাসী।
এরই প্রেক্ষিতে গত রোববার রাত পৌনে ৮টা দিকে মিছিল নিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালান এলাকাবাসী। পরে ভয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান। পরে ছাগলনাইয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে জনগণ ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে লোকজন সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এই ঘটনায় ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম বাদী হয়ে গতকাল সোমবার অজ্ঞাতনামা চার শ জনকে আসামি করে মামলা করেন।
ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় বলেন, ‘এ হামলার ঘটনায় অজ্ঞাতনামা চার শ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর থেকে আসামিদের চিহ্নিত করা ও গ্রেপ্তার করার অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মামলার পর উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রাম থেকে রাকিবুল হাসান শুভ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত বেশ কিছুদিন ধরে ছাগলনাইয়া পৌর শহরসহ পুরো উপজেলায় ভয়াবহ লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসা বাড়ি ও মসজিদে পানির সংকট দেখা দেয়। ইফতার, তারাবি, সাহরি ও নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পড়েন এলাকাবাসী। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের এ নিয়ে কোনো উদ্যোগ না নেওয়া ক্ষিপ্ত হন এলাকাবাসী।
এরই প্রেক্ষিতে গত রোববার রাত পৌনে ৮টা দিকে মিছিল নিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালান এলাকাবাসী। পরে ভয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান। পরে ছাগলনাইয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে জনগণ ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে লোকজন সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এই ঘটনায় ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম বাদী হয়ে গতকাল সোমবার অজ্ঞাতনামা চার শ জনকে আসামি করে মামলা করেন।
ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় বলেন, ‘এ হামলার ঘটনায় অজ্ঞাতনামা চার শ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর থেকে আসামিদের চিহ্নিত করা ও গ্রেপ্তার করার অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে দেড় বছর বয়সী শিশু আল মুনতাসিরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার দুওসুও ইউনিয়নের ছোট পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজ শুক্রবার সকালে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা হয়।
৩৪ মিনিট আগেসোনারগাঁয়ে খেলতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজের ২০ ঘণ্টা পর রিজভী (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪৩ মিনিট আগেচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আবুল মনছুর (৫০) নামের তান্ত্রিক বৈদ্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। আবুল মনছুর হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খামারিপাড়ার শফি আলমের ছেলে।
১ ঘণ্টা আগে