Ajker Patrika

লক্ষ্মীপুরে হত্যা মামলায় আ.লীগের ৬ নেতা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিনিধি
গ্রেপ্তারকৃত ছয়জনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তারকৃত ছয়জনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে চার শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম, রামগঞ্জ ও রায়পুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছয়জনকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসের বাবু, একই উপজেলার সোনাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মনিরুল বাসার মিলন ও একই ইউপি স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেন, চণ্ডীপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নুর হোসেন ও আওয়ামী লীগ নেতা মিশকাত হোসেন।

পরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। রায়পুর ও রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া ও আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর, রায়পুর ও রামগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি চালান আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় চার শিক্ষার্থী নিহত ও ২০০ শিক্ষার্থী গুলিবিদ্ধসহ আহত হন কয়েক শ ছাত্র-জনতা। এসব ঘটনায় একাধিক মামলা হয়। এখন পর্যন্ত ২৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত