রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে অতিরিক্ত গরমে এক বিদ্যালয়ের ১৪-১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছে।
আজ বুধবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রায়পুর ইউনিয়নের জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়া ছাত্রীরা সবাই অষ্টম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হলো ছাত্রীরা হলো নুহা (১৫), ইভা (১৫), সিমা (১৪), ফারিয়া সুলতানা (১৪), নুসরাত জাহান (১৫), মোহসেনা বেগম (১৪), ঝর্না আক্তার (১৫), রিয়া আক্তার (১৫) ও সানজিদা আক্তার (১৫)। তাদের মধ্যে দুজন বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আরও দুজন পৌর শহরের মা মনি স্পেশালাইজড হাসপাতালে (প্রা.) ভর্তি আছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
রায়পুর পৌর শহরের মা মনি স্পেশালাইজড হাসপাতালে (প্রা.) ভর্তি করা হয়েছে সানজিদা আক্তার ও নুহাকে। তাদের অক্সিজেন, স্যালাইন ও শরীরে বরফ দিয়ে গরমের তাপমাত্রা কমানোর চেষ্টা করতে দেখা গেছে।
এখানকার কর্তব্যরত চিকিৎসক (ডিউটি ডাক্তার) নজরুল ইসলাম জানান তারা উভয়ে আশঙ্কামুক্ত। ধীরে ধীরে শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।
বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয় নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া আক্তার (১৫)। রিয়া আজকের পত্রিকাকে জানায়, প্রচণ্ড গরমে মধ্যাহ্ন বিরতির পর থেকেই তার শ্বাসকষ্টসহ শরীরে অসুস্থতাবোধ হতে থাকে। এরপর ধীরে ধীরে অনেকেই অসুস্থ হতে থাকলে তাদের ছুটি দেওয়া হয়। স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে রিয়া রিকশাতেই লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘মধ্যাহ্ন বিরতির পর ক্লাস শুরু হলে কয়েকজন ছাত্রী অতিরিক্ত গরমে অসুস্থ বোধ করে। ওই সময় আমরা তাদের পানি ও স্যালাইন খাইয়ে দিলে তারা কিছুটা সুস্থবোধ করলে বাড়িতে পৌঁছে দিই। এরপর আরও তিন-চারজন অসুস্থ হয়ে পড়ে। এভাবে দেখাদেখি আতঙ্কে ৯ জনের অবস্থা খারাপ দেখা যাওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক পীযূষ কান্তি দাস বলেন, ‘অতিরিক্ত গরমে শরীরে পানি শূন্যতার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা। তাদের চিকিৎসা চলছে। সবাই আশঙ্কামুক্ত।’
লক্ষ্মীপুরের রায়পুরে অতিরিক্ত গরমে এক বিদ্যালয়ের ১৪-১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছে।
আজ বুধবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রায়পুর ইউনিয়নের জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়া ছাত্রীরা সবাই অষ্টম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হলো ছাত্রীরা হলো নুহা (১৫), ইভা (১৫), সিমা (১৪), ফারিয়া সুলতানা (১৪), নুসরাত জাহান (১৫), মোহসেনা বেগম (১৪), ঝর্না আক্তার (১৫), রিয়া আক্তার (১৫) ও সানজিদা আক্তার (১৫)। তাদের মধ্যে দুজন বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আরও দুজন পৌর শহরের মা মনি স্পেশালাইজড হাসপাতালে (প্রা.) ভর্তি আছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
রায়পুর পৌর শহরের মা মনি স্পেশালাইজড হাসপাতালে (প্রা.) ভর্তি করা হয়েছে সানজিদা আক্তার ও নুহাকে। তাদের অক্সিজেন, স্যালাইন ও শরীরে বরফ দিয়ে গরমের তাপমাত্রা কমানোর চেষ্টা করতে দেখা গেছে।
এখানকার কর্তব্যরত চিকিৎসক (ডিউটি ডাক্তার) নজরুল ইসলাম জানান তারা উভয়ে আশঙ্কামুক্ত। ধীরে ধীরে শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।
বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয় নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া আক্তার (১৫)। রিয়া আজকের পত্রিকাকে জানায়, প্রচণ্ড গরমে মধ্যাহ্ন বিরতির পর থেকেই তার শ্বাসকষ্টসহ শরীরে অসুস্থতাবোধ হতে থাকে। এরপর ধীরে ধীরে অনেকেই অসুস্থ হতে থাকলে তাদের ছুটি দেওয়া হয়। স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে রিয়া রিকশাতেই লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘মধ্যাহ্ন বিরতির পর ক্লাস শুরু হলে কয়েকজন ছাত্রী অতিরিক্ত গরমে অসুস্থ বোধ করে। ওই সময় আমরা তাদের পানি ও স্যালাইন খাইয়ে দিলে তারা কিছুটা সুস্থবোধ করলে বাড়িতে পৌঁছে দিই। এরপর আরও তিন-চারজন অসুস্থ হয়ে পড়ে। এভাবে দেখাদেখি আতঙ্কে ৯ জনের অবস্থা খারাপ দেখা যাওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক পীযূষ কান্তি দাস বলেন, ‘অতিরিক্ত গরমে শরীরে পানি শূন্যতার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা। তাদের চিকিৎসা চলছে। সবাই আশঙ্কামুক্ত।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৬ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৬ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
১৯ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২০ মিনিট আগে