রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে অতিরিক্ত গরমে এক বিদ্যালয়ের ১৪-১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছে।
আজ বুধবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রায়পুর ইউনিয়নের জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়া ছাত্রীরা সবাই অষ্টম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হলো ছাত্রীরা হলো নুহা (১৫), ইভা (১৫), সিমা (১৪), ফারিয়া সুলতানা (১৪), নুসরাত জাহান (১৫), মোহসেনা বেগম (১৪), ঝর্না আক্তার (১৫), রিয়া আক্তার (১৫) ও সানজিদা আক্তার (১৫)। তাদের মধ্যে দুজন বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আরও দুজন পৌর শহরের মা মনি স্পেশালাইজড হাসপাতালে (প্রা.) ভর্তি আছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
রায়পুর পৌর শহরের মা মনি স্পেশালাইজড হাসপাতালে (প্রা.) ভর্তি করা হয়েছে সানজিদা আক্তার ও নুহাকে। তাদের অক্সিজেন, স্যালাইন ও শরীরে বরফ দিয়ে গরমের তাপমাত্রা কমানোর চেষ্টা করতে দেখা গেছে।
এখানকার কর্তব্যরত চিকিৎসক (ডিউটি ডাক্তার) নজরুল ইসলাম জানান তারা উভয়ে আশঙ্কামুক্ত। ধীরে ধীরে শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।
বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয় নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া আক্তার (১৫)। রিয়া আজকের পত্রিকাকে জানায়, প্রচণ্ড গরমে মধ্যাহ্ন বিরতির পর থেকেই তার শ্বাসকষ্টসহ শরীরে অসুস্থতাবোধ হতে থাকে। এরপর ধীরে ধীরে অনেকেই অসুস্থ হতে থাকলে তাদের ছুটি দেওয়া হয়। স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে রিয়া রিকশাতেই লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘মধ্যাহ্ন বিরতির পর ক্লাস শুরু হলে কয়েকজন ছাত্রী অতিরিক্ত গরমে অসুস্থ বোধ করে। ওই সময় আমরা তাদের পানি ও স্যালাইন খাইয়ে দিলে তারা কিছুটা সুস্থবোধ করলে বাড়িতে পৌঁছে দিই। এরপর আরও তিন-চারজন অসুস্থ হয়ে পড়ে। এভাবে দেখাদেখি আতঙ্কে ৯ জনের অবস্থা খারাপ দেখা যাওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক পীযূষ কান্তি দাস বলেন, ‘অতিরিক্ত গরমে শরীরে পানি শূন্যতার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা। তাদের চিকিৎসা চলছে। সবাই আশঙ্কামুক্ত।’
লক্ষ্মীপুরের রায়পুরে অতিরিক্ত গরমে এক বিদ্যালয়ের ১৪-১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছে।
আজ বুধবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রায়পুর ইউনিয়নের জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়া ছাত্রীরা সবাই অষ্টম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হলো ছাত্রীরা হলো নুহা (১৫), ইভা (১৫), সিমা (১৪), ফারিয়া সুলতানা (১৪), নুসরাত জাহান (১৫), মোহসেনা বেগম (১৪), ঝর্না আক্তার (১৫), রিয়া আক্তার (১৫) ও সানজিদা আক্তার (১৫)। তাদের মধ্যে দুজন বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আরও দুজন পৌর শহরের মা মনি স্পেশালাইজড হাসপাতালে (প্রা.) ভর্তি আছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
রায়পুর পৌর শহরের মা মনি স্পেশালাইজড হাসপাতালে (প্রা.) ভর্তি করা হয়েছে সানজিদা আক্তার ও নুহাকে। তাদের অক্সিজেন, স্যালাইন ও শরীরে বরফ দিয়ে গরমের তাপমাত্রা কমানোর চেষ্টা করতে দেখা গেছে।
এখানকার কর্তব্যরত চিকিৎসক (ডিউটি ডাক্তার) নজরুল ইসলাম জানান তারা উভয়ে আশঙ্কামুক্ত। ধীরে ধীরে শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।
বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয় নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া আক্তার (১৫)। রিয়া আজকের পত্রিকাকে জানায়, প্রচণ্ড গরমে মধ্যাহ্ন বিরতির পর থেকেই তার শ্বাসকষ্টসহ শরীরে অসুস্থতাবোধ হতে থাকে। এরপর ধীরে ধীরে অনেকেই অসুস্থ হতে থাকলে তাদের ছুটি দেওয়া হয়। স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে রিয়া রিকশাতেই লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘মধ্যাহ্ন বিরতির পর ক্লাস শুরু হলে কয়েকজন ছাত্রী অতিরিক্ত গরমে অসুস্থ বোধ করে। ওই সময় আমরা তাদের পানি ও স্যালাইন খাইয়ে দিলে তারা কিছুটা সুস্থবোধ করলে বাড়িতে পৌঁছে দিই। এরপর আরও তিন-চারজন অসুস্থ হয়ে পড়ে। এভাবে দেখাদেখি আতঙ্কে ৯ জনের অবস্থা খারাপ দেখা যাওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক পীযূষ কান্তি দাস বলেন, ‘অতিরিক্ত গরমে শরীরে পানি শূন্যতার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা। তাদের চিকিৎসা চলছে। সবাই আশঙ্কামুক্ত।’
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
৪২ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে