Ajker Patrika

তেলের ট্যাংকারে বিস্ফোরণ: বরিশালে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
তেলের ট্যাংকারে বিস্ফোরণ: বরিশালে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

তেলের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ আবুল কাশেমের লাশ উদ্ধার করেছে বরিশাল ফায়ার সার্ভিস। আজ শুক্রবার বিকেলে কীর্তনখোলা নদীতে দুর্ঘটনাকবলিত জাহাজের পাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলায় ট্যাংকারটির ইঞ্জিন বিস্ফোরিত হলে দুজন নিহত হন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বরিশালের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘স্পিডবোটযোগে নদীতে টহল দিচ্ছিলাম। এ সময় লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়। তারপর নগরীসংলগ্ন চাঁদমারি ঘাটে নৌ পুলিশের কাছে লাশ হস্তান্তর করেছি।’ 

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন আগে মেঘনা পেট্রোলিয়াম লিমিডেট বরিশাল ডিপোর জন্য তেল নিয়ে চট্টগ্রাম থেকে কীর্তনখোলা নদীতে আসে জাহাজটি। এতে ১৩ লাখ লিটার অকটেন, পেট্রোল ও ডিজেল ভর্তি ছিলো। সেই তেল উত্তোলনের জন্য ইঞ্জিন চালু করলে এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন জাহাজের কর্মচারীরা। এই ঘটনায় স্বাধীন (২২) ও বাবুল কান্তি দাস (৬৪) নিহত হয়েছেন। এ সময় তিন কর্মচারী নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বেঁচেছেন। তারা হলেন কুতুব উদ্দিন, মো. রুবেল ও কামাল হোসেন। তাদের আহত অবস্থায় বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন আবুল কাশেম। 

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রাথমিক ধারণা জাহাজের ইঞ্জিন রুমের এয়ারকম্প্রেসার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। 
বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন।  

বরিশাল সদর নৌ থানার ওসি আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত