Ajker Patrika

পরীক্ষার হলে ঘুম, দুই শিক্ষককে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৩, ১৫: ৫৪
পরীক্ষার হলে ঘুম, দুই শিক্ষককে অব্যাহতি

নোয়াখালীর চাটখিলে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের মল্লিকার দিঘীরপাড় ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন ওই দুই শিক্ষক।

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকেরা হচ্ছেন উপজেলার খোয়াজেরভিটি ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুস শহীদ ও মমিনপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মুজ্জাম্মিল। 

জানা গেছে, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে দুপুর ১২টার দিকে মল্লিকার দিঘীরপাড় ফাজিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুল হক ভূঁইয়া। এ সময় কেন্দ্রের একটি কক্ষে দায়িত্বরত পর্যবেক্ষক আবদুস শহীদ ও মুজ্জাম্মিল টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। এই সুযোগ নিয়ে ওই হলের পরীক্ষার্থীরা নিজেদের মধ্যে দেখাদেখি ও হট্টগোল করছিল। এতে কেন্দ্রের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয় এবং পর্যবেক্ষকদের দায়িত্বে অবহেলার বিষয়টি প্রকাশ পায়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি কেন্দ্রসচিবকে অবগত করে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার হল পর্যবেক্ষণের দায়িত্ব থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত