Ajker Patrika

চুরি হওয়া স্কুল পরিদর্শনে ইউএনও, পরদিন মারধরের শিকার শিক্ষক

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৫, ১৫: ৪৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় ইউএনওকে বিদ্যালয় পরিদর্শনে নেওয়াকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ গহিরা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক মোহাম্মদ ইসমাইল (৫৫) দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি একই ইউনিয়নের সরেঙ্গা এলাকার বাসিন্দা।

ঘটনার বিষয়ে শিক্ষক মোহাম্মদ ইসমাইল জানান, কিছুদিন আগে তাঁদের বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার পরিদর্শনে গেলে তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে কয়েক যুবক তাঁকে আটকে রেখে ইউএনওকে কেন পরিদর্শনে আনা হয়েছে—এই অভিযোগ তুলে মারধর করেন। স্থানীয়রা এগিয়ে এলে তিনি রক্ষা পান।

আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সিএনজিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ শাহিন। তিনি জানান, স্কুলে চুরির ঘটনার পর ইউএনও আসার বিষয়টি নিয়েই শিক্ষক ইসমাইলকে মারধর করা হয়।

আহত শিক্ষক জানান, তিনি বিষয়টি গোপন রাখতে অনুরোধ পেলেও আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে আনোয়ারা ইউএনও তাহমিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘বেশ কিছুদিন আগে একটি স্কুল পরিদর্শনে গিয়েছিলাম। তবে আজকের হামলার ঘটনার বিষয়ে কিছু জানি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত