Ajker Patrika

আন্তর্জাতিক সংস্থার নারী কর্মকর্তার শ্লীলতাহানির চেষ্টা, যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থার এক নারী কর্মকর্তা যৌন হয়রানির শিকার হয়েছেন। আজ সোমবার সকালে শহরের সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তার যুবকের নাম তারেকুর রহমান (২৫)। তিনি শহরের মোহাজেরপাড়ার মোহাম্মদ ফরিদের ছেলে।

কক্সবাজারের পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভুক্তভোগী মার্কিন নাগরিক তাঁর এক সহকর্মীকে নিয়ে সকাল ১০টার দিকে শহরের সার্কিট হাউস রোডে হাঁটছিলেন। এ সময় তারেকুর রহমান ওরফে সোইল্যা তারেক তাঁর গতিরোধ করে জাপটে ধরেন। একই সঙ্গে তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ স্পর্শ করে শ্লীলতাহানির চেষ্টা করেন।

পরে ভুক্তভোগী থানায় বিষয়টি জানালে পুলিশ বিকেলে শহরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এসপি আরও বলেন, ‘ভুক্তভোগী মার্কিন নারী কক্সবাজারে জাতিসংঘের একটি সংস্থায় কাজ করেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার তারেকের বিরুদ্ধে আগেও একটি ধর্ষণ মামলা ছিল বলে জানান এসপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত