Ajker Patrika

চবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা, বাদীরা জানেন না আসামি কারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ২০: ২২
চবি শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা, বাদীরা জানেন না আসামি কারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের বাসভবন ও বাসসহ বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই মামলা দায়ের করা হয়। 

এতে ১৪ জনের নাম উল্লেখসহ ৪০০/৫০০ জন শিক্ষার্থীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

দুইটি মামলার একটিতে বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ। অপরটিতে বাদী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা শেখ মো. আবদুর রাজ্জাক। তবে মামলায় যে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে তারা কারা তা জানেন না মামলার বাদীরা। 

গতকাল শনিবার রাতে হাটহাজারি মডেল থানায় তারা উপস্থিত হয়ে মামলার এজাহার দাখিল করেন। তবে মামলা হওয়ার ২৪ ঘণ্টা পরও তারা আসামির নাম জানতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে এক মামলার বাদী ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ আজকের পত্রিকাকে বলেন, আসামির নামগুলো আমি জানি না। আমি শুধু এজাহার দিয়েছি। বাকিগুলো পুলিশ করবে। 

অপর মামলার বাদী ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা শেখ মো. আবদুর রাজ্জাক বলেন, আমরা সই করে চলে আসছি। আমাদের মামলার একটা কপি দেওয়ার কথা। কিন্তু মামলার কপিও দেয়নি।

মামলার বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। মামলার অন্যান্য কার্যক্রম চলছে।

আসামিদের নাম জানতে চাইলে নাম মনে নেই বলে জানান।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রোববার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ভাঙচুর, শাটল ট্রেনে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে তদন্ত কমিটির বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত