Ajker Patrika

লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৫: ৫২
লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মো. ইসমাইল হোসেন সুজন (৩২) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত সুজনের কথিত প্রেমিকাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায়ের সময় সুজন আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি পলাতক রয়েছেন। তবে খালাসপ্রাপ্ত সুজনের কথিত প্রেমিকা আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডাদেশপ্রাপ্ত ইসমাইল হোসেন সুজন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের ঘরোয়ার বাড়ির বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ধীতপুর গ্রামের রৌশন আক্তার লিপির সঙ্গে ইসমাইল হোসেন সুজনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর লিপি জানতে পারেন তাঁর স্বামী সুজন এক বিবাহিত নারীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত। পরকীয়ার প্রতিবাদ করায় সুজন তাঁকে বিভিন্ন সময় মারধর করতেন।

২০২০ সালের ২ মে সকালে সুজনের সঙ্গে লিপির ঝগড়া হয়। দুপুরে ঘর থেকে লিপির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লিপির মা আলেয়া বেগম ওই দিন বাদী হয়ে ইসমাইল হোসেন সুজন ও তাঁর কথিত প্রেমিকার নামে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। মামলায় তাঁদের বিরুদ্ধে লিপিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়। 

ময়নাতদন্তে লিপিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেদন আসে। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে আসামি ইসমাইল হোসেন সুজন ও তাঁর প্রেমিকাকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আজ এ রায় দেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত