Ajker Patrika

টানা বর্ষণে চবির ক্লাস-পরীক্ষা তিন দিন স্থগিত ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
টানা বর্ষণে চবির ক্লাস-পরীক্ষা তিন দিন স্থগিত ঘোষণা

টানা বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব ক্লাস ও পরীক্ষা তিন দিনের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামীকাল মঙ্গলবার (৮ আগস্ট) থেকে বৃহস্পতিবার (১০ আগস্ট) পর্যন্ত টানা তিন দিন ক্লাস পরীক্ষা স্থগিত থাকবে। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল বর্ষণজনিত পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক জনজীবন বিপর্যস্ত হওয়ায় শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা ৮ আগস্ট মঙ্গলবার থেকে ১০ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক সব কাজ চলবে।

এর আগে কয়েক দিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্তত ৬ জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়েছে। অন্যদিকে জলাবদ্ধতায় রেললাইন ডুবে যাওয়ায় শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত