দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ফেনী জেলা আ. লীগের সদস্য ও আদম ব্যবসায়ী জসিম উদ্দীন সাইদ (সিআইপি) ওরফে জেড ইউ সাইদকে আটক করেছে সৌদি আরবের গোয়েন্দা সংস্থা। গত ২৬ ফেব্রুয়ারি সৌদি গোয়েন্দা সংস্থা (নাজাহ) তাঁকে আটক করে। জসিম উদ্দীন সাইদ ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে।
সূত্র জানায়, ওই দিন সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদের বাসা থেকে জসিম উদ্দিন সাইদকে আটক করে গোয়েন্দা সংস্থা (নাজাহা)। এর আগে একই অভিযোগে মো. আশরাফ নামে আরেক ব্যবসায়ীকে সস্ত্রীক আটক করা হয়। তার বাড়ি গাজীপুর জেলায়।
আটকদের এখনো গোয়েন্দা সেলে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে তারা ঠিক কোথায় আছেন এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির কেউ নিশ্চিত করতে পারেননি। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ রয়েছেন।
অভিযোগ রয়েছে আ. লীগের নেতা জসিমের কাছে অবৈধভাবে রাখা অন্তত ১০ মিলিয়ন রিয়াল গোয়েন্দারা জব্দ করেছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ চ্যানেলে বাংলাদেশে অর্থ লেনদেন করে আসছেন।
এ বিষয়ে জসিম উদ্দীন সাইদের ছোট ভাই মেজবাহ উদ্দীন সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই গ্রেপ্তার হননি, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। তিনি বর্তমানে সৌদি আরবে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একেএম শহীদ খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তার গ্রেপ্তার বা আটকের বিষয় তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন।
জানতে চাইলে বায়রার সভাপতি আবুল বাসার আজকের পত্রিকাকে বলেন, ‘আর্থিক বিষয়ে জড়িত থাকার কারণে আমরা চাইলেও জসিম উদ্দীন সাইদকে কোনো প্রকার সহযোগিতা করতে পারছি না। তবে আমরা চেষ্টা চালাচ্ছি তাকে মুক্ত করার জন্য। তিনিসহ মোট ৮ বাংলাদেশি আর্থিক অনিয়মের ঘটনায় জড়িত আছেন।’
অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ফেনী জেলা আ. লীগের সদস্য ও আদম ব্যবসায়ী জসিম উদ্দীন সাইদ (সিআইপি) ওরফে জেড ইউ সাইদকে আটক করেছে সৌদি আরবের গোয়েন্দা সংস্থা। গত ২৬ ফেব্রুয়ারি সৌদি গোয়েন্দা সংস্থা (নাজাহ) তাঁকে আটক করে। জসিম উদ্দীন সাইদ ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে।
সূত্র জানায়, ওই দিন সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদের বাসা থেকে জসিম উদ্দিন সাইদকে আটক করে গোয়েন্দা সংস্থা (নাজাহা)। এর আগে একই অভিযোগে মো. আশরাফ নামে আরেক ব্যবসায়ীকে সস্ত্রীক আটক করা হয়। তার বাড়ি গাজীপুর জেলায়।
আটকদের এখনো গোয়েন্দা সেলে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে তারা ঠিক কোথায় আছেন এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির কেউ নিশ্চিত করতে পারেননি। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ রয়েছেন।
অভিযোগ রয়েছে আ. লীগের নেতা জসিমের কাছে অবৈধভাবে রাখা অন্তত ১০ মিলিয়ন রিয়াল গোয়েন্দারা জব্দ করেছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ চ্যানেলে বাংলাদেশে অর্থ লেনদেন করে আসছেন।
এ বিষয়ে জসিম উদ্দীন সাইদের ছোট ভাই মেজবাহ উদ্দীন সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই গ্রেপ্তার হননি, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। তিনি বর্তমানে সৌদি আরবে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একেএম শহীদ খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তার গ্রেপ্তার বা আটকের বিষয় তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন।
জানতে চাইলে বায়রার সভাপতি আবুল বাসার আজকের পত্রিকাকে বলেন, ‘আর্থিক বিষয়ে জড়িত থাকার কারণে আমরা চাইলেও জসিম উদ্দীন সাইদকে কোনো প্রকার সহযোগিতা করতে পারছি না। তবে আমরা চেষ্টা চালাচ্ছি তাকে মুক্ত করার জন্য। তিনিসহ মোট ৮ বাংলাদেশি আর্থিক অনিয়মের ঘটনায় জড়িত আছেন।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৬ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১৭ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে