দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ফেনী জেলা আ. লীগের সদস্য ও আদম ব্যবসায়ী জসিম উদ্দীন সাইদ (সিআইপি) ওরফে জেড ইউ সাইদকে আটক করেছে সৌদি আরবের গোয়েন্দা সংস্থা। গত ২৬ ফেব্রুয়ারি সৌদি গোয়েন্দা সংস্থা (নাজাহ) তাঁকে আটক করে। জসিম উদ্দীন সাইদ ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে।
সূত্র জানায়, ওই দিন সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদের বাসা থেকে জসিম উদ্দিন সাইদকে আটক করে গোয়েন্দা সংস্থা (নাজাহা)। এর আগে একই অভিযোগে মো. আশরাফ নামে আরেক ব্যবসায়ীকে সস্ত্রীক আটক করা হয়। তার বাড়ি গাজীপুর জেলায়।
আটকদের এখনো গোয়েন্দা সেলে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে তারা ঠিক কোথায় আছেন এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির কেউ নিশ্চিত করতে পারেননি। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ রয়েছেন।
অভিযোগ রয়েছে আ. লীগের নেতা জসিমের কাছে অবৈধভাবে রাখা অন্তত ১০ মিলিয়ন রিয়াল গোয়েন্দারা জব্দ করেছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ চ্যানেলে বাংলাদেশে অর্থ লেনদেন করে আসছেন।
এ বিষয়ে জসিম উদ্দীন সাইদের ছোট ভাই মেজবাহ উদ্দীন সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই গ্রেপ্তার হননি, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। তিনি বর্তমানে সৌদি আরবে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একেএম শহীদ খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তার গ্রেপ্তার বা আটকের বিষয় তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন।
জানতে চাইলে বায়রার সভাপতি আবুল বাসার আজকের পত্রিকাকে বলেন, ‘আর্থিক বিষয়ে জড়িত থাকার কারণে আমরা চাইলেও জসিম উদ্দীন সাইদকে কোনো প্রকার সহযোগিতা করতে পারছি না। তবে আমরা চেষ্টা চালাচ্ছি তাকে মুক্ত করার জন্য। তিনিসহ মোট ৮ বাংলাদেশি আর্থিক অনিয়মের ঘটনায় জড়িত আছেন।’
অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে ফেনী জেলা আ. লীগের সদস্য ও আদম ব্যবসায়ী জসিম উদ্দীন সাইদ (সিআইপি) ওরফে জেড ইউ সাইদকে আটক করেছে সৌদি আরবের গোয়েন্দা সংস্থা। গত ২৬ ফেব্রুয়ারি সৌদি গোয়েন্দা সংস্থা (নাজাহ) তাঁকে আটক করে। জসিম উদ্দীন সাইদ ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে।
সূত্র জানায়, ওই দিন সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদের বাসা থেকে জসিম উদ্দিন সাইদকে আটক করে গোয়েন্দা সংস্থা (নাজাহা)। এর আগে একই অভিযোগে মো. আশরাফ নামে আরেক ব্যবসায়ীকে সস্ত্রীক আটক করা হয়। তার বাড়ি গাজীপুর জেলায়।
আটকদের এখনো গোয়েন্দা সেলে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে তারা ঠিক কোথায় আছেন এ বিষয়ে বাংলাদেশি কমিউনিটির কেউ নিশ্চিত করতে পারেননি। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ রয়েছেন।
অভিযোগ রয়েছে আ. লীগের নেতা জসিমের কাছে অবৈধভাবে রাখা অন্তত ১০ মিলিয়ন রিয়াল গোয়েন্দারা জব্দ করেছে। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ চ্যানেলে বাংলাদেশে অর্থ লেনদেন করে আসছেন।
এ বিষয়ে জসিম উদ্দীন সাইদের ছোট ভাই মেজবাহ উদ্দীন সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই গ্রেপ্তার হননি, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। তিনি বর্তমানে সৌদি আরবে গোয়েন্দা নজরদারিতে রয়েছেন।’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একেএম শহীদ খন্দকারের সঙ্গে যোগাযোগ করা হলে তার গ্রেপ্তার বা আটকের বিষয় তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন।
জানতে চাইলে বায়রার সভাপতি আবুল বাসার আজকের পত্রিকাকে বলেন, ‘আর্থিক বিষয়ে জড়িত থাকার কারণে আমরা চাইলেও জসিম উদ্দীন সাইদকে কোনো প্রকার সহযোগিতা করতে পারছি না। তবে আমরা চেষ্টা চালাচ্ছি তাকে মুক্ত করার জন্য। তিনিসহ মোট ৮ বাংলাদেশি আর্থিক অনিয়মের ঘটনায় জড়িত আছেন।’
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
২ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে