কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরের নাজিরারটেকে সমুদ্রে ডুবে যাওয়া ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধারের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালী থেকে র্যাবের হাতে দুজন এবং গতকাল বুধবার রাতে চকরিয়ার বদরখালী থেকে পুলিশের হাতে একজন গ্রেপ্তার হন।
তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ পর্যন্ত চাঞ্চল্যকর এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল ইসলাম।
এসপি মাহফুজুল জানান, পুলিশ প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে চকরিয়া উপজেলার বদরখালী এলাকা থেকে গিয়াস উদ্দিন মুনির (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে। মুনির বদরখালী এলাকায় মো. নুর নবীর ছেলে। তাঁকে আজ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
সেই সঙ্গে আজ সকালে এ ঘটনায় সন্দেহজনক দুজনকে র্যাব আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বাঁশখালীর কুদুকখালী থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজুল হকের ছেলে ফজল কাদের মাঝি (৩০) এবং শামসুল আলমের ছেলে আবু তৈয়ব মাঝি (৩২)। তাঁরা দুজনই বাঁশখালীর কুদুকখালী এলাকার বাসিন্দা। এর আগে গ্রেপ্তার দুই আসামি বাইট্টা কামাল ও করিম সিকদারকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে।
এদিকে গত মঙ্গলবার রাতে মহেশখালী উপজেলার কুতুবজোমের সোনাদিয়া খালে উদ্ধার হওয়া একটি কঙ্কাল ট্রলারের বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ ওই কঙ্কালের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে।
পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, মহেশখালী থেকে উদ্ধার হওয়া মানুষের কঙ্কাল ১০ লাশের সঙ্গে ছিল কি না, দেখা হচ্ছে। এই কঙ্কালের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া ১০ লাশের শরীরে কোন ধরনের আঘাত ছিল, জানতে চাইলে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘লাশগুলো অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কারও শরীরে গুলি বা অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের হাত-পা বেঁধে হিমঘরে আটকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।’
পুলিশ এ ঘটনায় ভিন্ন ভিন্ন তথ্য ও ঘটনার সূত্র পেয়েছেন বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, ‘দুজন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা এ মামলায় এজাহারভুক্ত আসামি। পুলিশ এ ঘটনায় কয়েকটি উৎসকে সামনে রেখে তদন্ত করছে। শিগগির ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।’
অন্যদিকে উদ্ধার হওয়া ১০ লাশের ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পুলিশের হাতে দেওয়া হয়নি বলে জানান কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিকুর রহমান। লাশের শরীরে কোন ধরনের আঘাত পাওয়া গেছে, জানতে চাইলে তিনি এ-সংক্রান্ত তথ্য দিতে অস্বীকৃতি জানান।
উল্লেখ্য, গত রোববার সাগরে ডুবন্ত ট্রলারটি গুরা মিয়া নামের এক ব্যক্তির মাছ ধরার ট্রলারের জেলেদের জালে আটকা পড়ে। পরে ওই ট্রলারটির সাহায্যে জেলেরা রশি দিয়ে ডুবন্ত ট্রলারটি টেনে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে নিয়ে আসেন। বেলা দেড়টার দিকে ডুবন্ত ট্রলারটি কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে পৌঁছালে ট্রলারে লাশ থাকার বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আরও পড়ুন:
কক্সবাজার শহরের নাজিরারটেকে সমুদ্রে ডুবে যাওয়া ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধারের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের বাঁশখালী থেকে র্যাবের হাতে দুজন এবং গতকাল বুধবার রাতে চকরিয়ার বদরখালী থেকে পুলিশের হাতে একজন গ্রেপ্তার হন।
তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ পর্যন্ত চাঞ্চল্যকর এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলো। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল ইসলাম।
এসপি মাহফুজুল জানান, পুলিশ প্রযুক্তির সহায়তায় গতকাল রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে চকরিয়া উপজেলার বদরখালী এলাকা থেকে গিয়াস উদ্দিন মুনির (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে। মুনির বদরখালী এলাকায় মো. নুর নবীর ছেলে। তাঁকে আজ জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
সেই সঙ্গে আজ সকালে এ ঘটনায় সন্দেহজনক দুজনকে র্যাব আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বাঁশখালীর কুদুকখালী থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজুল হকের ছেলে ফজল কাদের মাঝি (৩০) এবং শামসুল আলমের ছেলে আবু তৈয়ব মাঝি (৩২)। তাঁরা দুজনই বাঁশখালীর কুদুকখালী এলাকার বাসিন্দা। এর আগে গ্রেপ্তার দুই আসামি বাইট্টা কামাল ও করিম সিকদারকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে।
এদিকে গত মঙ্গলবার রাতে মহেশখালী উপজেলার কুতুবজোমের সোনাদিয়া খালে উদ্ধার হওয়া একটি কঙ্কাল ট্রলারের বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ ওই কঙ্কালের নমুনা ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে।
পুলিশ সুপার মাহফুজুল ইসলাম জানান, মহেশখালী থেকে উদ্ধার হওয়া মানুষের কঙ্কাল ১০ লাশের সঙ্গে ছিল কি না, দেখা হচ্ছে। এই কঙ্কালের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
উদ্ধার হওয়া ১০ লাশের শরীরে কোন ধরনের আঘাত ছিল, জানতে চাইলে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘লাশগুলো অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কারও শরীরে গুলি বা অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের হাত-পা বেঁধে হিমঘরে আটকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।’
পুলিশ এ ঘটনায় ভিন্ন ভিন্ন তথ্য ও ঘটনার সূত্র পেয়েছেন বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, ‘দুজন আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা এ মামলায় এজাহারভুক্ত আসামি। পুলিশ এ ঘটনায় কয়েকটি উৎসকে সামনে রেখে তদন্ত করছে। শিগগির ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।’
অন্যদিকে উদ্ধার হওয়া ১০ লাশের ময়নাতদন্তের প্রতিবেদন এখনো পুলিশের হাতে দেওয়া হয়নি বলে জানান কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আশিকুর রহমান। লাশের শরীরে কোন ধরনের আঘাত পাওয়া গেছে, জানতে চাইলে তিনি এ-সংক্রান্ত তথ্য দিতে অস্বীকৃতি জানান।
উল্লেখ্য, গত রোববার সাগরে ডুবন্ত ট্রলারটি গুরা মিয়া নামের এক ব্যক্তির মাছ ধরার ট্রলারের জেলেদের জালে আটকা পড়ে। পরে ওই ট্রলারটির সাহায্যে জেলেরা রশি দিয়ে ডুবন্ত ট্রলারটি টেনে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে নিয়ে আসেন। বেলা দেড়টার দিকে ডুবন্ত ট্রলারটি কক্সবাজার শহরের নাজিরারটেক সমুদ্র উপকূলে পৌঁছালে ট্রলারে লাশ থাকার বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিস পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
আরও পড়ুন:
কক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
১ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৪ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৪ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের হাসিনা বেগম নামের এক বৃদ্ধা বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে ভুগছেন। এসেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। ডাক্তার তাঁকে দেখেশুনে কিছু ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন।
৪ ঘণ্টা আগে