Ajker Patrika

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত
কামরুল ইসলাম। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী নিহত কামরুল ইসলাম (৩৩) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে। কামরুলের বড় ভাই কামরুজ্জামানের এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত কামরুলের ভাই মো. কামরুজ্জামান জানান, জীবিকার তাগিদে ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কামরুল। সেখানে কিছুদিন চাকরি করার পর নিজে দোকান দিয়েছিলেন। দেশে ফেরার কথা ছিল কামরুলের। তাঁর বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছিল। সম্প্রতি তাঁর পাঠানো টাকায় বাড়িতে নতুন ভবন করেছেন। দেশে ফিরে নতুন ভবনেই ওঠার পরিকল্পনা ছিল তাঁর।

দক্ষিণ আফ্রিকায় থাকা কামরুল ইসলামের স্বজনদের বরাতে কামরুজ্জামান জানান, দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় তাঁর দোকানে ডাকাতি করতে আসে দুজন কৃষ্ণাঙ্গ ডাকাত। এই সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। একপর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরও নগদ অর্থ আছে ভেবে তাঁকে নিয়ে যায় গাড়ির কাছে। সেখানেই কামরুলের বুকের বাম পাশে গুলি করে। ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অবস্থিত আমাদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে, তাঁর মরদেহ দেশে আনার জন্য প্রস্তুতি চলছে।’ তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।

ওই বাড়ির বাসিন্দা নিজাম উদ্দিন বলেন, ‘এবার এসে বিয়ে করার কথা। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়ে গেল।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আফ্রিকায় নিহতের বিষয়টি আমি জেনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত