Ajker Patrika

চাঁদপুরে ছয় মাসে পানিতে ডুবে ২৫ শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ছয় মাসে পানিতে ডুবে ২৫ শিশুর মৃত্যু

চাঁদপুরে গত ছয় মাসে পানিতে ডুবে ২৫ শিশুর মৃত্যু হয়েছে। বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবসের আলোচনা সভায় এ তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাহিদুজ্জামান। 

এর আগে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে বের হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। 

আলোচনা সভায় জানা গেছে, গত বছর ২০২২ সালে জেলায় পানিতে ডুবে ৪৯,২০২১ সালে ৫৩,২০২০ সালে ৪৩ ও ২০১৯ সালে ৪৯ শিশুর মৃত্যু হয়। 

সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। তিনি বলেন, জেলায় অরুন নন্দী সুইমিং দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে। 

শিক্ষকদের উদ্দেশ্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘আপনারাও নিজস্বভাবে সাঁতার শেখানোর উদ্যোগ নিতে পারেন। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা সহযোগিতা করব।’ 

সাংবাদিক এম আর ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. মুহাম্মদ সাহাদাৎ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনজিও কর্মকর্তা জহিরুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ। 

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার দেন অতিথিরা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত