Ajker Patrika

চবির স্বাস্থ্য কেন্দ্রে বসে ভর্তি পরীক্ষা দিলেন আহত শিক্ষার্থী

চবি প্রতিনিধি
চবির স্বাস্থ্য কেন্দ্রে বসে ভর্তি পরীক্ষা দিলেন আহত শিক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে সাঁটল ট্রেনে করে ক্যাম্পাসে এসেছিলেন আনজুম রুলবা। বিশ্ববিদ্যালয় স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে পায়ে আঘাত পান। পরে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আঘাতের যন্ত্রণায় কেন্দ্রে যাওয়ার মতো অবস্থা ছিল না তাঁর। বিষয়টি ভর্তি পরীক্ষা কমিটিকে অবহিত করলে তাঁরা স্বাস্থ্যকেন্দ্রেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেন। 

আজ সোমবার সমাজবিজ্ঞান অনুষদের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগে ঘটে এই ঘটনা। আনজুম রুলবার পরীক্ষার কেন্দ্র ছিল ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও জয়েন্ট কো-অর্ডিনেটর অধ্যাপক সিরাজ উদ-দৌলাহ। তিনি বলেন, ‘ভর্তি–ইচ্ছুক এক শিক্ষার্থী সাঁটল ট্রেন থেকে নামতে গিয়ে আহত হন। ব্যথার কারণে মেয়েটি দাঁড়াতেও পারছিলেন না। পরে আমাদের জানালে আমরা মানবিক দিক বিবেচনা করে ছাত্রীটিকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি। মেডিকেল সেন্টারের একটি কক্ষে একজন হল পরিদর্শক দিয়ে সুশৃঙ্খলভাবে আমরা পরীক্ষা সম্পন্ন করেছি।’ 

পরীক্ষা শেষে আহত ছাত্রী আনজুম রুলবা বলেন, ‘আমি ট্রেন থেকে নামতে গিয়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম। ভেবেছিলাম আমার আর পরীক্ষা দেওয়া হবে না। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। মেডিকেল বসে পরীক্ষা দিয়েছি। পায়ে ব্যথা ছিল প্রচণ্ড। তবুও পরীক্ষা ভালো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত