Ajker Patrika

নতুন শিক্ষাক্রমেও শ্রেণিকক্ষে পাঠদান ৫ দিন: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ১৬
নতুন শিক্ষাক্রমেও শ্রেণিকক্ষে পাঠদান ৫ দিন: শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রমেও শ্রেণিকক্ষে পাঠদান পাঁচ দিনই হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে দুই দিনের সফরে গিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান কত দিন বন্ধ থাকবে, তা একটি নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। আমাদের নতুন শিক্ষাক্রমে পাঁচ দিন হবে শ্রেণিকক্ষে পাঠদান। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এটি অনুমোদিত শিক্ষাক্রম। গত বছর আমাদের শিক্ষাক্রমে ছিল ছয় দিন শ্রেণিকক্ষে পাঠদান। যখন বিদ্যুৎ নিয়ে সংকট ছিল, তখন সেটাকে আমরা পাঁচ দিন করেছি। তখনই বলা হয়েছিল যে এখন বিদ্যুৎসংকটের কারণে করা হচ্ছে, কিন্তু নতুন শিক্ষাক্রমেও পাঁচ দিনই শ্রেণিকক্ষে পাঠদান হবে।’ 

দীপু মনি বলেন, ‘সারা পৃথিবীতে যে নিয়ম এবং আমাদের দেশ তা-ই করা হয়েছে। তা ছাড়া শিক্ষকদেরও এক-দুই দিন সময়ের দরকার পড়ে। তাঁদেরও একটা বিশ্রামের প্রয়োজন আছে। শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে।’ 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘কারিগরি বিভাগে আগের ১০ বছর কোনো শিক্ষক নিয়োগ হয়নি। গত চার বছরে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে। সব সময়ই কোনো না কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন। কাজেই কিছু কিছু পদ শূন্য হয়, আবার সেই চাহিদা দিয়ে আমরা সেগুলো নিয়োগ করি। এই নিয়োগ প্রক্রিয়া যে খুব সহজ তা নয়। এই মুহূর্তে আমাদের কোনো শিক্ষকের সংকট নেই। কোথাও শূন্য থাকলে তা পূরণ হয়ে যাচ্ছে।’ 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ সরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক নেতারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত