হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
দীর্ঘদিন ঢাকাকেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় থাকলেও ঈদুল আজহার পর নিজ এলাকায় সরব উপস্থিতি দেখিয়েছেন সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজ। কোনো ধরনের প্রচার বা পূর্বপ্রস্তুতি ছাড়াই স্থানীয় বাজারগুলোতে তার পথসভাগুলো পরিণত হয়েছে জনসমাবেশে-যা তাকে হাতিয়ার রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় এনেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজের বাড়ি হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে। বাবা মাওলানা আবদুল হাই ছিলেন দুবারের ইউপি চেয়ারম্যান। ২০০৩ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত শাহনেওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারবিরোধী আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল।
তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকলেও এবার মাঠপর্যায়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন। প্রতিদিন বিকেলে গ্রাম-গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। গত সপ্তাহে জাহাজমারা সেন্টার বাজার, সোনাদিয়া মাইজদী বাজার ও চরকিং ভৈরব বাজারে অনুষ্ঠিত তার পথসভাগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
সাথে থাকা সৈকত নামের একজন জানান, কোথাও পূর্বনির্ধারিত কোনো আয়োজন ছিল না। বাজারে শাহনেওয়াজের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে মানুষ জড়ো হয়ে পথসভায় রূপ নেয়। পরে তিনি নিজেই উচ্চমঞ্চে উঠে বক্তব্য দেন।
শাহনেওয়াজ বলেন, “হাতিয়ার মানুষ দীর্ঘদিন অবহেলিত। আমি এই দ্বীপের সন্তান। তাই এখানকার প্রতিনিধিত্ব করতে চাই। রাজনীতিতে বহুদিনের অভিজ্ঞতা রয়েছে, এখন সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর। দলের মনোনয়ন পেতে চেষ্টা করব।”
তিনি জানান, উপজেলা পর্যায়ের কোনো গ্রুপিংয়ে জড়াতে চান না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে আরও তিনজন প্রার্থী মাঠে রয়েছেন—সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভির উদ্দিন রাজিব।
দীর্ঘদিন ঢাকাকেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় থাকলেও ঈদুল আজহার পর নিজ এলাকায় সরব উপস্থিতি দেখিয়েছেন সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজ। কোনো ধরনের প্রচার বা পূর্বপ্রস্তুতি ছাড়াই স্থানীয় বাজারগুলোতে তার পথসভাগুলো পরিণত হয়েছে জনসমাবেশে-যা তাকে হাতিয়ার রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় এনেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজের বাড়ি হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে। বাবা মাওলানা আবদুল হাই ছিলেন দুবারের ইউপি চেয়ারম্যান। ২০০৩ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত শাহনেওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারবিরোধী আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল।
তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকলেও এবার মাঠপর্যায়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন। প্রতিদিন বিকেলে গ্রাম-গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। গত সপ্তাহে জাহাজমারা সেন্টার বাজার, সোনাদিয়া মাইজদী বাজার ও চরকিং ভৈরব বাজারে অনুষ্ঠিত তার পথসভাগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
সাথে থাকা সৈকত নামের একজন জানান, কোথাও পূর্বনির্ধারিত কোনো আয়োজন ছিল না। বাজারে শাহনেওয়াজের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে মানুষ জড়ো হয়ে পথসভায় রূপ নেয়। পরে তিনি নিজেই উচ্চমঞ্চে উঠে বক্তব্য দেন।
শাহনেওয়াজ বলেন, “হাতিয়ার মানুষ দীর্ঘদিন অবহেলিত। আমি এই দ্বীপের সন্তান। তাই এখানকার প্রতিনিধিত্ব করতে চাই। রাজনীতিতে বহুদিনের অভিজ্ঞতা রয়েছে, এখন সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর। দলের মনোনয়ন পেতে চেষ্টা করব।”
তিনি জানান, উপজেলা পর্যায়ের কোনো গ্রুপিংয়ে জড়াতে চান না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে আরও তিনজন প্রার্থী মাঠে রয়েছেন—সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভির উদ্দিন রাজিব।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৪ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৪ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৪ ঘণ্টা আগে