চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বিভিন্ন অংশে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন চলছে। ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন করেছেন বাসিন্দারা।
আজ বুধবার দুপুরে ঈশানবালা লঞ্চঘাট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে ভাঙনের শিকার পরিবারের সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন নীলকমল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাউদ আল নাছের, ইউপি সদস্য খলিল মাতাব্বর, শিক্ষক নুরুজ্জামান শিকদার, ব্যবসায়ী আবুল কালাম বেপারী, আব্দুল জাব্বার উকিল প্রমুখ।
বক্তারা বলেন, কয়েক বছর ধরে মেঘনার অব্যাহত ভাঙনে ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, পুলিশ ফাঁড়িসহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার প্রতিটি পরিবার ৬-৭ বার করে নদীভাঙনের শিকার। সহায়-সম্পত্তি হারিয়ে অনেকে এখন ছিন্নমূল। সম্প্রতি আবার নদীভাঙন তীব্রতর হয়েছে। অস্থায়ী কোনো কাজ না করে ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবি জানান তাঁরা।
ইউপি চেয়ারম্যান সাউদ আল নাছের বলেন, ইউনিয়নের চারটি ওয়ার্ডের অধিকাংশ এলাকা কয়েক বছরের ভাঙনে নদীগর্ভে চলে গেছে। চলতি বর্ষা মৌসুমে বহু স্থাপনা ভেঙে গেছে। সরকার এই ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না দিলে উপজেলার মানচিত্র থেকে এই ইউনিয়ন হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘ঈশানবালায় ভাঙনের বিষয়ে আমরা অবগত আছি। সেখানে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তুত করা হচ্ছে। খুব শিগগিরই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বিভিন্ন অংশে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন চলছে। ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন করেছেন বাসিন্দারা।
আজ বুধবার দুপুরে ঈশানবালা লঞ্চঘাট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে ভাঙনের শিকার পরিবারের সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন নীলকমল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাউদ আল নাছের, ইউপি সদস্য খলিল মাতাব্বর, শিক্ষক নুরুজ্জামান শিকদার, ব্যবসায়ী আবুল কালাম বেপারী, আব্দুল জাব্বার উকিল প্রমুখ।
বক্তারা বলেন, কয়েক বছর ধরে মেঘনার অব্যাহত ভাঙনে ফসলি জমি, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, পুলিশ ফাঁড়িসহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এলাকার প্রতিটি পরিবার ৬-৭ বার করে নদীভাঙনের শিকার। সহায়-সম্পত্তি হারিয়ে অনেকে এখন ছিন্নমূল। সম্প্রতি আবার নদীভাঙন তীব্রতর হয়েছে। অস্থায়ী কোনো কাজ না করে ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধের দাবি জানান তাঁরা।
ইউপি চেয়ারম্যান সাউদ আল নাছের বলেন, ইউনিয়নের চারটি ওয়ার্ডের অধিকাংশ এলাকা কয়েক বছরের ভাঙনে নদীগর্ভে চলে গেছে। চলতি বর্ষা মৌসুমে বহু স্থাপনা ভেঙে গেছে। সরকার এই ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না দিলে উপজেলার মানচিত্র থেকে এই ইউনিয়ন হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘ঈশানবালায় ভাঙনের বিষয়ে আমরা অবগত আছি। সেখানে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তুত করা হচ্ছে। খুব শিগগিরই তা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
১ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৬ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে