কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার পাহাড়ি এলাকা থেকে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার মো. সামশুল আলম খান।
তিনি আজকের পত্রিকাকে বলেন, টেকনাফের নতুন পল্লানপাড়া ও উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে র্যাব অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে। তাঁরা হলেন আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮) ও আবু তাহের (২৭)। এ সময় অপহরণ ঘটনায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ মাঠপাড়া এলাকার নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন ওরফে কাবিলাকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের সহকারী পরিচালক সামশুল আলম খান আরও বলেন, গত শনিবার (২৫ মার্চ) এক ব্যক্তি তাঁর ছেলে ও ছেলের বন্ধুকে অপহরণ করা হয়েছে বলে র্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেছে।
গতকাল (২৬ মার্চ) টেকনাফের নতুন পল্লানপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল হোতা নবী হোসেন ও তাঁর ভাই জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আমান উল্লাহ ও সিরাজুলকে উদ্ধার করেন র্যাব সদস্যরা। অপহরণের এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
এদিকে গত শনিবার বিকেলে উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকা থেকে অপহৃত আবু তাহেরকেও উদ্ধার করেন র্যাব সদস্যরা। অপহরণ চক্রের মূল হোতা নবী হোসেন ও তাঁর ভাই জাহিদ হোসেনের কাছ থেকে দুটি রামদা, ২৫ ফুট শিকল, আটটি তালা, দুটি চাবির ছড়াসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার পাহাড়ি এলাকা থেকে অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার মো. সামশুল আলম খান।
তিনি আজকের পত্রিকাকে বলেন, টেকনাফের নতুন পল্লানপাড়া ও উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে র্যাব অপহৃত তিন ব্যক্তিকে উদ্ধার করেছে। তাঁরা হলেন আমান উল্লাহ (১৯), সিরাজুল মোবিন (১৮) ও আবু তাহের (২৭)। এ সময় অপহরণ ঘটনায় জড়িত থাকার অভিযোগে টেকনাফ মাঠপাড়া এলাকার নবী হোসেন (২৭) ও জাহিদ হোসেন ওরফে কাবিলাকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের সহকারী পরিচালক সামশুল আলম খান আরও বলেন, গত শনিবার (২৫ মার্চ) এক ব্যক্তি তাঁর ছেলে ও ছেলের বন্ধুকে অপহরণ করা হয়েছে বলে র্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করেছে।
গতকাল (২৬ মার্চ) টেকনাফের নতুন পল্লানপাড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূল হোতা নবী হোসেন ও তাঁর ভাই জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আমান উল্লাহ ও সিরাজুলকে উদ্ধার করেন র্যাব সদস্যরা। অপহরণের এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
এদিকে গত শনিবার বিকেলে উখিয়ার কুতুপালংয়ের পাহাড়ি এলাকা থেকে অপহৃত আবু তাহেরকেও উদ্ধার করেন র্যাব সদস্যরা। অপহরণ চক্রের মূল হোতা নবী হোসেন ও তাঁর ভাই জাহিদ হোসেনের কাছ থেকে দুটি রামদা, ২৫ ফুট শিকল, আটটি তালা, দুটি চাবির ছড়াসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
২২ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে