ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত স্কুল ধসে পড়ে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলো সামিয়া (৭), হাবিবা (৭), মারিয়া (৮) ও নাজমুল (১২)। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারিভাবে পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘরে পড়াশোনা শুরু হয়। দীর্ঘদিন আগে স্কুলটি পাশের আধা পাকা ভবনে স্থানান্তর করা হয়। এরপর থেকে টিনশেডের স্কুলটি পরিত্যক্ত হয়ে জরাজীর্ণ ওো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা পুরোনো স্কুলঘরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ টিনের স্কুলঘরটি ভেঙে পড়ে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
স্থানীয়রা জানান, স্কুলটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সব সময় আতঙ্কে থাকতেন তাঁরা। ঝুঁকিপূর্ণ এই স্কুলের বিষয়ে জানিয়ে জেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। অবশেষে আজকে এই ঘটনা ঘটল।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আহত শিশুদের উদ্ধার করা হয়। বর্তমানে চার শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কী কারণে এই টিনের চালা ধসে পড়েছে, তা খতিয়ে দেখা হবে। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় পরিত্যক্ত স্কুল ধসে পড়ে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের পশ্চিম পাইকপাড়ায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলো সামিয়া (৭), হাবিবা (৭), মারিয়া (৮) ও নাজমুল (১২)। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারিভাবে পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ঘরে পড়াশোনা শুরু হয়। দীর্ঘদিন আগে স্কুলটি পাশের আধা পাকা ভবনে স্থানান্তর করা হয়। এরপর থেকে টিনশেডের স্কুলটি পরিত্যক্ত হয়ে জরাজীর্ণ ওো ঝুঁকিপূর্ণ হয়ে যায়। মঙ্গলবার দুপুরে স্কুল ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা পুরোনো স্কুলঘরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় হঠাৎ টিনের স্কুলঘরটি ভেঙে পড়ে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
স্থানীয়রা জানান, স্কুলটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সব সময় আতঙ্কে থাকতেন তাঁরা। ঝুঁকিপূর্ণ এই স্কুলের বিষয়ে জানিয়ে জেলা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। অবশেষে আজকে এই ঘটনা ঘটল।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আহত শিশুদের উদ্ধার করা হয়। বর্তমানে চার শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কী কারণে এই টিনের চালা ধসে পড়েছে, তা খতিয়ে দেখা হবে। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
২০০৮ সালের ১০ জুলাই তৎকালিন ১ / ১১ সরকার সমর্থিত নির্বাচন কমিশন ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগকে সুবিধা দিতে পরিকল্পিতভাবে বরগুনা জেলার তিনটি সংসদীয় আসনকে ভেঙ্গে দুইটি সংসদীয় আসনে বিন্যস্ত করেন। নতুন করে বরগুনা সদর, আমতলী ও তালতলী নিয়ে বরগুনা-১ এবং পাথরঘাটা, বেতাগী ও বামনা নিয়ে বরগুনা-২...
২ মিনিট আগেখুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ আকাশের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
২ মিনিট আগেবিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের আয়োজনে প্রদর্শনী চলবে আগামী বৃহস্পতিবার (২৮ আগস্ট) পর্যন্ত। এতে তিনটি শ্রেণিকক্ষে স্থান পেয়েছে বিভিন্ন বিভাগের ১৬০ জন শিক্ষার্থীর প্রায় ২০০টি শিল্পকর্ম। এসব শিল্পকর্মে ফুটে উঠেছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবন-জীবিকা...
১৪ মিনিট আগেঠাকুরগাঁও সদরে এক গৃহবধূকে (২০) পালাক্রমে ধর্ষণের অভিযোগে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ভূল্লি থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়।
১ ঘণ্টা আগে