Ajker Patrika

প্রীতিলতাকে মনে রাখেনি নগরী

ফায়সাল করিম, চট্টগ্রাম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১১: ৩২
প্রীতিলতাকে মনে রাখেনি নগরী

এই নগরের ভোর দেখেই তখন ঘুম ভাঙত প্রীতিলতার। এই নগরেই তাঁর বেড়ে ওঠা, দুরন্ত শৈশব-কৈশোর। সেই ১০০ বছর আগের কথা। ব্রিটিশবিরোধী সংগ্রামের অগ্নিযুগ তখন। গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়া বিপ্লবের ঢেউ আছড়ে পড়েছে বীর চট্টলায়। সেই ঢেউ ঝড় তুলেছিল কিশোরী  প্রীতিলতার মনেও।

প্রীতিলতা তখন ড. খাস্তগীর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। ১৯১৮ থেকে ১৯২৭ সাল পর্যন্ত নগরীর আসকার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়ের একটি বাড়ি ঘিরে তাঁর শৈশবের হাজারো স্মৃতি। এই বাড়িতে থাকতেই তাঁর মনে ধীরে ধীরে দানা বেঁধেছিল বিপ্লবের বীজ। পটিয়ার ধলঘাটে জন্ম নেওয়া মেয়েটির ‘প্রীতিলতা’ হয়ে ওঠার গল্পে একসময় জ্বলন্ত সাক্ষী হয়ে উঠল এই নগর।

এই নগরে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর ব্রিটিশবিরোধী সংগ্রামের জন্য আত্মাহুতি দিলেন তিনি। পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব থেকে জেএম সেন হলের বিপ্লবীদের আস্তানা, অপর্ণাচরণ ইংরেজি বালিকা বিদ্যালয় থেকে জামালখান—সবই প্রীতিলতার বিপ্লবী ইতিহাসের নীরব সাক্ষী।

এমন মহীয়সীকে ঘিরে এই নগরের এত স্মৃতি! এত গৌরবের ইতিহাস! আজ ১০০ বছর পর সেই নগরীই যেন মনে রাখেনি প্রীতিলতাকে। পুরো নগরীতে প্রীতিলতার স্মৃতি বলতে আছে একটি আবক্ষমূর্তি আর কিছু স্মৃতিফলক। তাঁর স্মৃতিধন্য ইউরোপিয়ান ক্লাবটিও জাদুঘর করার কথা থাকলেও এগোয়নি কাজ।

প্রীতিলতার বংশধর ও প্রীতিলতা ট্রাস্টের উপদেষ্টা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, নগরে প্রীতিলতার স্মৃতি বলতে পাহাড়তলীতে তাঁর ওই আবক্ষমূর্তি আর জামালখানের দেয়াল ফলক। এসব প্রমাণ করে প্রশাসন তাঁর স্মৃতি রক্ষায় উদাসীন। এই নগরী তো প্রীতিলতাকে মনে রাখেনি।

চট্টগ্রামে প্রীতিলতার স্মৃতির প্রতি এই অবমাননা নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী। তিনি বলেন, যে চট্টগ্রামে তিনি বেড়ে উঠলেন, সেই নগরীতেই তাঁর স্মৃতি রক্ষার উদ্যোগ নেয়নি কোনো কর্তৃপক্ষই।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, `২০১৭ সালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের স্মৃতিবিজড়িত বর্তমান রেল কার্যালয়টি ভেঙে বহুতল ভবন করতে চেয়েছিল রেল কর্তৃপক্ষ। তখন সেটির প্রতিবাদ জানিয়ে ঠেকিয়েছিলাম। আমরা চাই দ্রুত সেই স্থানকে জাদুঘর করা হোক।'

রেলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, `আমরা আপাতত ওই স্থানকে সংরক্ষিত স্থাপনা হিসেবে রেখেছি। জাদুঘর করার বিষয়টি অবগত নই।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত