জমির উদ্দিন, বান্দরবান রুমা থেকে
র্যাবের মধ্যস্থতায় বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখা ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করেছে র্যাব। নেজাম উদ্দিনকে নিয়ে রুমা উপজেলার তিন নম্বর সদর ইউনিয়ন হয়ে বান্দরবান সদরের পথে আছেন তাঁর ভাই ও পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান।
উপপরিদর্শক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর তাঁকে উদ্ধার করা হয়েছে। এর আগে আমরা রুমা হয়ে একেবারে ভেতরে চলে যাই। গিয়ে একটি ঘর থেকে কেএনএফের সদস্যরা ভাইকে বুঝিয়ে দেয়। কথা বলার সুযোগ দেয়নি। সঙ্গে সঙ্গে ভাইকে গাড়িতে তুলে বান্দরবান সদরের উদ্দেশ্যে যাচ্ছি।’
বান্দরবানের রুমা উপজেলায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করে। এ সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকেও তুলে নিয়ে যায় তারা।
ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে মসজিদ থেকে তুলে নিয়ে যায় কেএনএফ। মসজিদে উপস্থিত থাকা ইমাম নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এশার নামাজ শেষ করে দেখি সেনাবাহিনীর পোশাক পরা কিছু লোক দাঁড়িয়ে আছে। তাঁরা আমাদের বলেন, ‘‘কেউ নড়া-চড়া করবা না। সবার মোবাইল দিয়ে দাও।’’ এক প্রকার আমাদের জিম্মি করে ফেলে তাঁরা। আমাদের মোবাইল কেড়ে নিয়ে গেল।’’’
নুর ইসলাম আরও বলেন, ‘এরপর তাঁরা ব্যাংকের ম্যানেজারকে খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না, তখন ব্যাংকের যে পুলিশ ছিল মানে ইনচার্জ ছিল তাঁকে নিয়ে এসে মারধর করে ম্যানেজারকে শনাক্ত করে।’
আপনাদের মধ্য ভয় কাজ করছিল কি না—এমন প্রশ্নের জবাবে ইমাম বলেন, ‘সবাই কলমা পড়ছিলাম, মউতের কলমা পড়ছিলাম। খালি আমি একা নয়, সবাই।’
অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা তিন রাকাত নামাজ শেষ করার পর সন্ত্রাসীরা মসজিদে আসে। এরপর আমাদের মোবাইল নিয়ে যায়। ৭ থেকে ৮ জন লোক আমাদের মসজিদে ঢুকছিল সেনাবাহিনীর পোশাক পরা, জুতা পরা। তাঁদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল।’
তিনি বলেন, ‘এক ঘণ্টা আমাদের জিম্মি করে রাখে। এ সময় আমাদের নামাজ পরতে দেয় নাই। এর একটা শব্দ হইছে তখন তাঁরা বের হয়ে গেছে। কিসের শব্দ সেটা জানি না, তাঁদের সিগনাল হতে পারে।’
র্যাবের মধ্যস্থতায় বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখা ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করেছে র্যাব। নেজাম উদ্দিনকে নিয়ে রুমা উপজেলার তিন নম্বর সদর ইউনিয়ন হয়ে বান্দরবান সদরের পথে আছেন তাঁর ভাই ও পুলিশের উপপরিদর্শক মিজানুর রহমান।
উপপরিদর্শক মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর তাঁকে উদ্ধার করা হয়েছে। এর আগে আমরা রুমা হয়ে একেবারে ভেতরে চলে যাই। গিয়ে একটি ঘর থেকে কেএনএফের সদস্যরা ভাইকে বুঝিয়ে দেয়। কথা বলার সুযোগ দেয়নি। সঙ্গে সঙ্গে ভাইকে গাড়িতে তুলে বান্দরবান সদরের উদ্দেশ্যে যাচ্ছি।’
বান্দরবানের রুমা উপজেলায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করে। এ সময় ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকেও তুলে নিয়ে যায় তারা।
ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে মসজিদ থেকে তুলে নিয়ে যায় কেএনএফ। মসজিদে উপস্থিত থাকা ইমাম নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এশার নামাজ শেষ করে দেখি সেনাবাহিনীর পোশাক পরা কিছু লোক দাঁড়িয়ে আছে। তাঁরা আমাদের বলেন, ‘‘কেউ নড়া-চড়া করবা না। সবার মোবাইল দিয়ে দাও।’’ এক প্রকার আমাদের জিম্মি করে ফেলে তাঁরা। আমাদের মোবাইল কেড়ে নিয়ে গেল।’’’
নুর ইসলাম আরও বলেন, ‘এরপর তাঁরা ব্যাংকের ম্যানেজারকে খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না, তখন ব্যাংকের যে পুলিশ ছিল মানে ইনচার্জ ছিল তাঁকে নিয়ে এসে মারধর করে ম্যানেজারকে শনাক্ত করে।’
আপনাদের মধ্য ভয় কাজ করছিল কি না—এমন প্রশ্নের জবাবে ইমাম বলেন, ‘সবাই কলমা পড়ছিলাম, মউতের কলমা পড়ছিলাম। খালি আমি একা নয়, সবাই।’
অন্য এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা তিন রাকাত নামাজ শেষ করার পর সন্ত্রাসীরা মসজিদে আসে। এরপর আমাদের মোবাইল নিয়ে যায়। ৭ থেকে ৮ জন লোক আমাদের মসজিদে ঢুকছিল সেনাবাহিনীর পোশাক পরা, জুতা পরা। তাঁদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল।’
তিনি বলেন, ‘এক ঘণ্টা আমাদের জিম্মি করে রাখে। এ সময় আমাদের নামাজ পরতে দেয় নাই। এর একটা শব্দ হইছে তখন তাঁরা বের হয়ে গেছে। কিসের শব্দ সেটা জানি না, তাঁদের সিগনাল হতে পারে।’
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১৫ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে