নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জানমালের ক্ষতি কমাতে চট্টগ্রামে নিয়ন্ত্রণকক্ষ খোলার পাশাপাশি ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বুধবার চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা উপকমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নগরীর দামপাড়া কন্ট্রোল রুমের ০২৩-৩৩৩-৬৩০-৭৩৯ জরুরিসেবা নম্বরে ঘূর্ণিঝড়-সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবা পাবেন নগরবাসী। ঘূর্ণিঝড় মোখা আঘাত হানলে যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কাজ দ্রুত গতিতে করা যায়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকাতে হবে।
এ ছাড়া সভায় নগরীর ৪১টি ওয়ার্ডে ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত, কন্ট্রোল রুম, কাউন্সিলরদের নেতৃত্বে ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা ও ঘূর্ণিঝড় মোখার গতিবেগ পর্যবেক্ষণের মাধ্যমে জরুরি যেকোনো পদক্ষেপ গ্রহণ। সচেতনতা তৈরি করতে প্রতিটি এলাকায় মাইকে প্রচার, আরবান মেডিকেল দল, আরবান ভলান্টিয়ার–উদ্ধারকর্মী প্রস্তুত রাখা, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় যানবাহন, বিদ্যুৎ সরবরাহ ও সড়কবাতি নির্বিঘ্ন রাখার প্রস্তুতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, মো. ইলিয়াছ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা, রেড ক্রিসেন্টের সিটি সম্পাদক আব্দুল জব্বার, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন:
সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জানমালের ক্ষতি কমাতে চট্টগ্রামে নিয়ন্ত্রণকক্ষ খোলার পাশাপাশি ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বুধবার চসিকের দুর্যোগ ব্যবস্থাপনা উপকমিটির এক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নগরীর দামপাড়া কন্ট্রোল রুমের ০২৩-৩৩৩-৬৩০-৭৩৯ জরুরিসেবা নম্বরে ঘূর্ণিঝড়-সংক্রান্ত সব ধরনের তথ্য ও সেবা পাবেন নগরবাসী। ঘূর্ণিঝড় মোখা আঘাত হানলে যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কাজ দ্রুত গতিতে করা যায়, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকাতে হবে।
এ ছাড়া সভায় নগরীর ৪১টি ওয়ার্ডে ৯০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত, কন্ট্রোল রুম, কাউন্সিলরদের নেতৃত্বে ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা ও ঘূর্ণিঝড় মোখার গতিবেগ পর্যবেক্ষণের মাধ্যমে জরুরি যেকোনো পদক্ষেপ গ্রহণ। সচেতনতা তৈরি করতে প্রতিটি এলাকায় মাইকে প্রচার, আরবান মেডিকেল দল, আরবান ভলান্টিয়ার–উদ্ধারকর্মী প্রস্তুত রাখা, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, প্রয়োজনীয় যানবাহন, বিদ্যুৎ সরবরাহ ও সড়কবাতি নির্বিঘ্ন রাখার প্রস্তুতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, মো. ইলিয়াছ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা, রেড ক্রিসেন্টের সিটি সম্পাদক আব্দুল জব্বার, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন:
টানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২৩ মিনিট আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৩০ মিনিট আগেশেরপুরের গারো পাহাড়ে মানুষের বিচরণ বাড়ার পাশাপাশি কমতে শুরু করেছে বন-জঙ্গল। এতে সেখানে বন্য হাতির জীবন সংকটে পড়েছে। প্রায়ই নানা ঘটনায় প্রাণ হারিয়ে গারো পাহাড় থেকে বিলুপ্তের পথে বিশালাকৃতির এই প্রাণী। এদিকে হাতি-মানুষের দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে মানুষও। গত ৩০ বছরে শেরপুরে হাতি-মানুষের দ্বন্দ্বে জেলায়
৩৫ মিনিট আগে২০২০ সালের ২৪ নভেম্বর একনেক সভায় পাস হয় যশোর-ঝিনাইদহ মহাসড়কের ৪৭ দশমিক ৪৮ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীতকরণের প্রকল্প। ৪ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ নির্ধারিত হয় ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর। কিন্তু ভূমি অধিগ্রহণ জটিলতায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ ও মূল্য।
৩৯ মিনিট আগে