কুবি প্রতিনিধি
কোটা আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাধাদানকারীদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড মোস্তফা কামাল। তিনি কয়েকজনকে মারধরও করেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সিকিউরিটি গার্ড মোস্তফা কামালের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তবে মামলাটি কিসের, তা নিশ্চিত হওয়া যায়নি। থানা থেকে দেওয়া লিখিত অভিযোগের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় চার মাস আগে তাঁকে বরখাস্ত করেছিল।
গতকাল সোমবার ‘ছাত্র আন্দোলন চত্বর’–এ আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীদের সঙ্গে মোস্তফা কামালকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তবে অভিযুক্ত মোস্তফা কামাল বলেন, ‘আমার জমি বিষয়ক একটা পারিবারিক মামলা আছে। সে কারণেই সাসপেন্ড অবস্থায় আছি। আর সেদিন ভার্সিটির স্টুডেন্টদের যেন কোনো আপত্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়, সে জন্য আমি দাঁড়িয়েছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বলেন, ‘মোস্তফা কামাল আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দেওয়া সিকিউরিটি গার্ড। তাঁর বরখাস্ত হওয়ার বিষয়টি সত্য। একটি পারিবারিক ঝামেলার কারণে মামলায় বিষয়টি হয়েছে। গতকাল তাঁর কার্যক্রমের ব্যাপারে জানা ছিল না। আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানাবো।’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানা ছিল না। কেউ অভিযোগ করলে আমরা দেখব।’
এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনকে ফোন কল করা হলে তিনি রিসিভ করেননি।
কোটা আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাধাদানকারীদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড মোস্তফা কামাল। তিনি কয়েকজনকে মারধরও করেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সিকিউরিটি গার্ড মোস্তফা কামালের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তবে মামলাটি কিসের, তা নিশ্চিত হওয়া যায়নি। থানা থেকে দেওয়া লিখিত অভিযোগের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় চার মাস আগে তাঁকে বরখাস্ত করেছিল।
গতকাল সোমবার ‘ছাত্র আন্দোলন চত্বর’–এ আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীদের সঙ্গে মোস্তফা কামালকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
তবে অভিযুক্ত মোস্তফা কামাল বলেন, ‘আমার জমি বিষয়ক একটা পারিবারিক মামলা আছে। সে কারণেই সাসপেন্ড অবস্থায় আছি। আর সেদিন ভার্সিটির স্টুডেন্টদের যেন কোনো আপত্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়, সে জন্য আমি দাঁড়িয়েছিলাম।’
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বলেন, ‘মোস্তফা কামাল আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দেওয়া সিকিউরিটি গার্ড। তাঁর বরখাস্ত হওয়ার বিষয়টি সত্য। একটি পারিবারিক ঝামেলার কারণে মামলায় বিষয়টি হয়েছে। গতকাল তাঁর কার্যক্রমের ব্যাপারে জানা ছিল না। আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানাবো।’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানা ছিল না। কেউ অভিযোগ করলে আমরা দেখব।’
এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনকে ফোন কল করা হলে তিনি রিসিভ করেননি।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১ ঘণ্টা আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে