শাহীন শাহ, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে ফেরার পথে একটি যাত্রীবাহী ট্রলার চরে আটকা পড়েছে। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নাইক্ষংদিয়া নামক স্থানে ট্রলারটি আটকা পড়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রলারটিতে থাকা ২৫ থেকে ৩০ জন যাত্রীকে উদ্ধার করতে গেলে সেই ট্রলারটিও আটকা পড়ে গেছে।
আজ মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, সন্ধ্যা ৭টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ ছেড়ে আসে। নৌপথের নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি পৌঁছালে ট্রলারটি একটি চড়ের মধ্যে আটকা পড়ে। পরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
ওই ট্রলারে ২৫ থেকে ৩০ জন যাত্রী রয়েছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, অপর একটি ট্রলার এ যাত্রীদের উদ্ধার করতে গেলে দ্বিতীয় ট্রলারটিও আটকে যায়। পাশাপাশি আরও দুই ট্রলার চরের আশপাশে রয়েছে। জোয়ার আসলে ট্রলার দুইটি উদ্ধার করা হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. পারভেজ চৌধুরী জানান, ট্রলার দুটিকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের সহযোগিতায় আরও দুইটি ট্রলার পাঠানো হয়। উদ্ধার তৎপরতা রয়েছে। সেই সঙ্গে যাত্রীদের নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। শঙ্কার তেমন কোন কারণ নেই বলেও জানান তিনি।
কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে ফেরার পথে একটি যাত্রীবাহী ট্রলার চরে আটকা পড়েছে। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নাইক্ষংদিয়া নামক স্থানে ট্রলারটি আটকা পড়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রলারটিতে থাকা ২৫ থেকে ৩০ জন যাত্রীকে উদ্ধার করতে গেলে সেই ট্রলারটিও আটকা পড়ে গেছে।
আজ মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, সন্ধ্যা ৭টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে টেকনাফ ছেড়ে আসে। নৌপথের নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি পৌঁছালে ট্রলারটি একটি চড়ের মধ্যে আটকা পড়ে। পরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়।
ওই ট্রলারে ২৫ থেকে ৩০ জন যাত্রী রয়েছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, অপর একটি ট্রলার এ যাত্রীদের উদ্ধার করতে গেলে দ্বিতীয় ট্রলারটিও আটকে যায়। পাশাপাশি আরও দুই ট্রলার চরের আশপাশে রয়েছে। জোয়ার আসলে ট্রলার দুইটি উদ্ধার করা হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. পারভেজ চৌধুরী জানান, ট্রলার দুটিকে উদ্ধারের জন্য কোস্টগার্ডের সহযোগিতায় আরও দুইটি ট্রলার পাঠানো হয়। উদ্ধার তৎপরতা রয়েছে। সেই সঙ্গে যাত্রীদের নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। শঙ্কার তেমন কোন কারণ নেই বলেও জানান তিনি।
মামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
২ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
১ ঘণ্টা আগে