Ajker Patrika

বাবার টাকা চুরি করে দেশ ভ্রমণে, পুলিশের সহায়তায় বাবার কাছেই ফেরা

নিজস্ব প্রতিবেদক
বাবার টাকা চুরি করে দেশ ভ্রমণে, পুলিশের সহায়তায় বাবার কাছেই ফেরা

চট্টগ্রাম: বাবার পকেট থেকে দশ হাজার টাকা চুরি করে দেশ ভ্রমণে বের হয়েছিল মৌলভীবাজারের ১০ বছর বয়সী শিশু জামিল আহমেদ ইমন। চট্টগ্রামে এসে টাকা শেষ হয়ে যাওয়ায় এদিক–সেদিক ঘুরছিল সে। সৌভাগ্যক্রমে চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের হাতে পড়ে ছেলেটি। পুলিশের প্রচেষ্টাতেই বাড়িতে ফেরে সে। ঘটনাটি ঘটেছে পাহাড়তলী থানা এলাকায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম বলেন, পাহাড়তলীতে গতকাল শনিবার রাতে এদিক–সেদিক ঘোরাফেরা করতে দেখে শিশু ইমনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। ছেলেটির স্বপ্ন ছিল দেশ ভ্রমণ করা। এ জন্য বাবার পকেট থেকে ১০ হাজার টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছিল সে। চট্টগ্রামে এসে সেই টাকা শেষ হওয়ার পর উদ্দেশ্যবিহীন ঘুরতে থাকে। থানায় আনার পর ভয়ে প্রথমে নিজের পরিচয় সম্পর্কে মিথ্যা তথ্য দেয়। প্রথমে ছেলেটি নিজের পরিচয় দেয় মাহমুদুল হাসান; বাবা বিদেশে থাকেন। পরে ভয় কাটলে প্রকৃত নাম জানায় সে। সঙ্গে জানায় তার বাবা একজন চাকরিজীবী। শুরুতে ঠিকানাও ভুল দিয়েছিল। পরে পুলিশ বহু চেষ্টায় ইমনের বাবার খোঁজ বের করে তাঁকে খবর দেয়। আজ রোববার ছেলেটির বাবা মৌলভীবাজার থেকে পাহাড়তলী থানায় এলে তাঁর হাতে ইমনকে ফিরিয়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

প্রায় ৭ লাখ টাকার ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন হাওলাদার

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

ফজলুর রহমানের পদ ৩ মাসের জন্য স্থগিত করল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত